বিনোদন
দেবের খাদান ছবিতে আরো দুই তারকা!

বাংলা সিনেমার সুপারস্টার দেব নতুন বছরে দুটি ছবিতে দেখা যাবে। ১ জানুয়ারি দেবের জন্মদিনেই তাঁর নতুন ছবি ‘টেক্কা’র ঘোষণা করা হয়েছে। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে দেবের বিপরীতে থাকছেন রুক্মিণী মৈত্র।
এদিকে, দেবের আরও একটি ছবির খবর শোনা যাচ্ছে। ছবির নাম ‘খাদান’। এই ছবিটি কয়লা খনি অঞ্চলের সমাজ এবং রাজনীতির প্রেক্ষাপটে তৈরি হবে। দেবের প্রযোজনা সংস্থা এবং সুরিন্দর ফিল্মস যৌথভাবে এই ছবিটি প্রযোজনা করবে। পরিচালনা করবেন সুজিত দত্ত।
‘খাদান’ ছবিতে দেবের বিপরীতে নায়িকা কে হবেন এখনও নিশ্চিত নয়। তবে শোনা যাচ্ছে, সৌমিতৃষা কুন্ডুর নাম বিবেচনা করা হচ্ছে। যদি সৌমিতৃষা এই ছবিতে অভিনয় করেন, তাহলে ‘প্রধান’-এর পর দ্বিতীয় বার দেব-সৌমিতৃষা জুটিকে দেখা যাবে।