Lok Sabha Election 2024 : কাঁথি লোকসভা কেন্দ্রে কে হাসবে শেষ হাসি ? কি জানালেন তৃণমূল প্রার্থী ?
Lok Sabha Election 2024 : Who will have the last laugh in Kanthi Lok Sabha constituency? What did the Trinamool candidate say?

The Truth Of Bengal : সৈকত মাইতি, পূর্ব মেদিনীপুর : নিজের বিধানসভা এলাকায় দিনভর প্রচার চালালেন কাঁথি লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী উত্তম বারিক। বুধবারের প্রচার দেখে রাজনৈতিক মহলের অনুমান বিজেপিকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ তৃণমূল প্রার্থী উত্তম বারিক। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর বিধানসভা এলাকার পটাশপুর ২ নম্বর ব্লকের আড়গোয়াল, মথুরা, সাউথখন্ড, শ্রীরামপুর, পঁচেট ও খাড় অঞ্চলে ভোট প্রচারে এসে, শীতলা মাতার মন্দিরে পূজার্চনা করে ময়দানে নেমে পড়েন পটাশপুরের বিধায়ক ও জেলা পরিষদের সভাধিপতি তথা কাঁথি লোকসভার তৃণমূল প্রার্থী উত্তম বারিক।
খাড় অঞ্চলের গোড়াপত্তনকারী বিজেপি নেতা সুবল পাহাড়ি সহ একাধিক বিজেপি নেতৃত্ব সমর্থক, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে। যোগদানের পর সুবল পাহাড়ি জানান, “বিজেপি দলে গ্রুপ বাজি, কেউ কাউকে মানে না। আমার বুথে যে বিজেপিকে গালাগালি করছে, সে তারপরে ব্লক নেতা হয়ে যাচ্ছে।”
এদিন নিজে বাইক চালিয়ে গোটা পটাশপুর বিধানসভা দাপিয়ে বেড়ালেন কাঁথি লোকসভার তৃণমূল প্রার্থী উত্তম বারিক। জনসংযোগের পাশাপাশি বয়ঃজ্যেষ্ঠদের আশীর্বাদ গ্রহণ করে, দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর তিনি বলেন, “পটাশপুরে একুশের থেকে মানুষের উন্মাদনা অনেক বেশি। মানুষ সিদ্ধান্ত গ্রহণ করে নিয়েছে, ২৪ সালের লোকসভা নির্বাচনে ভারতবর্ষের মসনদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নরেন্দ্র মোদির সরকারকে হটিয়ে দিতে হবে। সময়ের অপেক্ষা করুন মানুষ রায় প্রদান করবেন। আমার স্থির বিশ্বাস তৃণমূল কংগ্রেস বিপুলভাবে জয়যুক্ত হবে। পটাশপুর বিধানসভা থেকে পঁচিশ হাজারেরও বেশি ভোট লিড পাবে তৃণমূল কংগ্রেস।”
তবে কাঁথি লোকসভা কেন্দ্রে কে শেষ হাসি হাসবে, উত্তম বারিক নাকি সৌমেন্দু অধিকারী? তা বোঝা যাবে চৌঠা জুন ভোট গণনার পরে।