Lok Sabha Election 2024: “বাংলার উন্নয়নে বিরোধীদের কোনো ভুমিকা নেই” : সায়নী ঘোষ
Lok Sabha Election 2024: "Opposition has no role in the development of Bengal": Sayani Ghosh

The Truth Of Bengal: জাহেদ মিস্ত্রী ও প্রিয় মুখার্জী, বারুইপুর :- সামনেই লোকসভা নির্বাচন আর তার আগেই সমস্ত রাজনৈতিক দল ইতিমধ্যেই তাদের প্রচার পর্ব শুরু করে দিয়েছে বারুইপুরে প্রচারে এসে মন্তব্য সায়নী ঘোষের “বাংলার উন্নয়নে বিরোধীদের কোনো ভুমিকা নেই”।
সূত্রের খবর, বুধবার বারুইপুর পশ্চিম বিধানসভা এলাকায় বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়ের সাথে প্রচারে বেরিয়েছিলেন সায়নী ঘোষ। প্রচারে গিয়েই তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ বলেন, “বাংলার মানুষ তৃণমুল কংগ্রেসের সাথে আছে। বাংলার উন্নয়নে বিরোধীদের কোনো ভুমিকা নেই। তিনি আরো বলেন প্রচারে বেরিয়ে মানুষের ব্যপক সাড়া পাচ্ছি। মমতা বন্দোপাধ্যায়ের জন্যই এটা সম্ভব হয়েছে।
বারুইপুর পশ্চিম বিধানসভা এলাকার শিখরবালি ২ গ্রাম পঞ্চায়েতে বুধবার প্রচারে নামেন সায়নী। কখনো পায়ে হেঁটে আবার কখনও টোটোয় চেপে জনসংযোগ করেন তিনি।
বাংলার মানুষ তৃণমুল কংগ্রেসের সাথে আছে। বাংলার উন্নয়নে বিরোধীদের কোনো ভুমিকা নেই। বারুইপুর পশ্চিম বিধানসভা এলাকায় বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়ের সাথে প্রচারে বেরিয়ে এমনটাই জানালেন সায়নী ঘোষ। তিনি আরো বলেন প্রচারে বেরিয়ে মানুষের ব্যপক সাড়া পাচ্ছি। মমতা বন্দোপাধ্যায়ের জন্যই এটা সম্ভব হয়েছে।
বারুইপুর পশ্চিম বিধানসভা এলাকার শিখরবালি ২ গ্রাম পঞ্চায়েতে এদিন প্রচারে নামেন সায়নী। কখনো পায়ে হেঁটে আবার কখনও টোটোয় চেপে জনসংযোগ করেন তিনি।
[ আরও পড়ুন ঃ
হুগলির চুঁচুড়ায় পথ দুর্ঘটনায় আহত ১
]