মসনদের লড়াই

Lok Sabha Election 2024 : লোকসভা নির্বাচনের প্রাক্কালে মালদায় ভাঙন কংগ্রেসে

Lok Sabha Election 2024 : On the eve of the Lok Sabha elections, the Congress broke up in Malda

The Truth Of Bengal : মালদা:-  লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিভিন্ন রাজনৈতিক দল তাদের নানান নির্বাচনী কৌশল প্রয়োগে ব্যস্ত। এমতাবস্থায় এবার ফের একবার ভাঙন ধরল কংগ্রেসে। দল বদলুদের ঘরওয়াপসি অব্যাহত তৃণমূলে। বিগত পঞ্চায়েত ভোটে যে বুথে কংগ্রেসের কাছে ধরাশায়ী হয়েছিল তৃণমূল। যে বুথে লিডের কারণেই কার্যত জেলা পরিষদের লড়াইয়ে মন্ত্রীর ভাইকে হারিয়ে ছিল কংগ্রেস। সেই বুথেই এবার কংগ্রেসের পঞ্চায়েত সদস্য সহ পাঁচ শতাধিক কর্মীরা যোগ দিলেন তৃণমূলে।

যদিও এই যোগদানকে গুরুত্ব দিতেে নারাজ কংগ্রেস। এদিকে কংগ্রেসের অভিযোগ, “তৃণমূল ভয় দেখিয়ে চাপ সৃষ্টি করছে তাদের দলে যোগ দেওয়ার জন্য। ” এই নিয়ে শুরু রাজনৈতিক চাপানোতোর। মালদার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের দৌলতনগর গ্রাম পঞ্চায়েতের ভৈরবপুর বুথে এই যোগদান কর্মসূচি হয়। ভৈরবপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে জেলা পরিষদ সদস্য বুলবুল খানের নেতৃত্বে হয় এই কর্মসূচি। উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তবারক হোসেন চৌধুরী, যুব তৃণমূল নেতা মনিরুল ইসলাম সহ আরো অনেকে। কংগ্রেসের স্থানীয় পঞ্চায়েত সদস্য হানিকুল ইসলামের সাথে প্রায় পাঁচ শতাধিক কংগ্রেস কর্মী এদিন যোগ দেয় তৃণমূলে এমনটাই দাবি তৃণমূল নেতৃত্বের।

Related Articles