মসনদের লড়াই

Lok Sabha Election 2024 : এবার দার্জিলিঙেও জয় আসবে তৃনমূলের, আশাবাদী অরূপ বিশ্বাস

Lok Sabha Election 2024 : Arup Biswas is optimistic that the Trinamool will win in Darjeeling

The Truth Of Bengal : বিশ্বজিৎ সরকার, শিলিগুড়ি : “আমরা একশো শতাংশ আশাবাদী দার্জিলিং সিটে জয়ী হব” বিধাননগরে বললেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস।

হাতে মাত্র বাকি আর কয়েকদিন দার্জিলিং লোকসভা নির্বাচনের। আর আগে শেষ মূহুর্তের প্রচারের ব্যস্ত রাজ্যের শাসক দল থেকে শুরু করে বিরোধী দলগুলো। কেউ এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। সোমবার দুপুরে দার্জিলিং লোকসভা নির্বাচন কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থীর গোপাল লামার সমর্থকনে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের সদরগছে রোড শো করলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস ও অভিনেতা সোহম ব্যানার্জি।

এদিন দুপুরে সদরগছ থেকে রোড শো শুরু হয়। এরপর বিধাননগর বাজার,জগন্নাথপুর হয়ে শেষ হয় বিধাননগররে এসে। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন মানুষ দুহাত ভরে আর্শীবাদ করছেন আমাদের দীর্ঘ বিশ্বাস আমরা এইবার দার্জিলিং লোকসভা সিট জিতবো। এসএসসি চাকরিপ্রার্থীদের চাকরি বাতিল সেই প্রসঙ্গে তিনি বলেন বিচারাধীন বিষয় সেই বিষয়ে কিছু বলার নেই।

Related Articles