Lok Sabha Election 2024 : কাঠ ফাটা রোদে টোটোয় চেপে প্রচার আরামবাগের বিজেপি প্রার্থীর
Lok Sabha Election 2024 : Arambagh's BJP candidate is campaigning in the wood-burning sun

The Truth Of Bengal : সৌভিক গোস্বামী: আরামবাগ: কাঠ ফাটা রোদের গরম যেমন, ঠিক তেম্নই অন্যদিকে লোকসভা ভোটের আচে তপ্ত এলাকা। ভোটের দিন যতই এগিয়ে আসছে, ভোট প্রচারে খামতি দিচ্ছে না কোনো রাজনৈতিক দলই। রবিবার সকাল থেকে গোঘাট ২নং ব্লকের কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকায় টোটোয় করে ভোট প্রচার করতে দেখা গেলো আরামবাগের বিজেপি প্রার্থী অরুপ কান্তি দিগারকে। দলীয় কর্মীদের নিয়ে টোটোয় চেপে বাড়ি বাড়ি এবং বিভিন্ন দোকানে দোকানে গিয়ে ভোট প্রচার সারলেন বিজেপি প্রার্থী অরূপ বাবু।
বিজেপি প্রার্থী জানান, “প্রতিদিনই আরামবাগের বিভিন্ন এলাকায় জোর কদমে প্রচার করছি।” সাধারণ মানুষরা দুহাত ভরে তাকে আশীর্বাদ করছেন। তিনি আরো বলেন যে “যেভাবে শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস লাগাম ছাড়া দুর্নীতি করেছে এবং এলাকায় সেভাবে উন্নয়ন করেনি। তাই এবার লোকসভা ভোটে সাধারণ মানুষ ইভিএম মেশিনে তার যোগ্য জবাব দেবে।” অরূপ আরামবাগ লোকসভা ভোটে একশো শতাংশ আশাবাদী এবং তিনি বিপুল ভোটে জয়ী হবেন এমনটাও দাবি করেন।