Lok Sabha Election 2024 : দলীয় প্রার্থীর সমর্থনে বৈঠক বিমান বসুর
Lok Sabha Election 2024 : Biman Basu meeting in support of party candidate

The Truth Of Bengal : নদীয়া, মাধব দেবনাথ ঃ সামনে লোকসভা নির্বাচনে দলীয় সংগঠনকে মজবুত করতে বিশেষ নজর সিপিআইএম নেতৃত্বর। বুধবার নদীয়া জেলার রানাঘাট তপশিলি লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী অলকেশ দাসের সমর্থনে নির্বাচনী কর্মী সভা এবং র্যালিতে অংশগ্রহণ করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। নদীয়ার শান্তিপুর পাবলিক লাইব্রেরী হলে পাঁচ শতাধিক কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে নির্বাচনী কর্মীসভা করেন বিমান বসু।
উপস্থিত ছিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী অলকেশ দাস সহ একাধিক শীর্ষস্থানীয় সিপিআইএম নেতৃত্বরা। এদিন কর্মীসভা থেকে তৃণমূল এবং বিজেপিকে বাংলা থেকে উৎখাত করার ডাক দেন বিমান বসু। নাগরিকত্ব সংশোধনী আইনেও সরব হলেন তিনি। তবে একযোগে বিজেপি এবং তৃণমূলকে একে অপরের পরিপূরক বলেও অভিহিত করেন বামফ্রন্ট চেয়ারম্যান। যদিও এ বছরের লোকসভা ভোটে রানাঘাট লোকসভা কেন্দ্রে বামেদের ভোটই বেশি হবে এবং তারাই জয়লাভ করবে বলে আশাবাদী বিমান বসু।