হোঁচট খেতেন ইংরেজি বলতে , সুরভি গৌতমের আইএএস হওয়ার গল্প রূপকথাকেও হার মানাবে
Struggling to speak English, Surbhi Gautam's story of becoming an IAS beats a fairy tale

The Truth Of Bengal : সাফল্যের শীর্ষস্তরে পৌঁছনোর কোনও শর্টকার্ট নেই । বিভিন্ন সময়ে ও বিভিন্ন ক্ষেত্রে যারা সফল হয়েছেন , তাঁদের মুখেই নানা সময়ে উঠে এসেছে এই কথা। প্রতিযোগিতা যেখানে চরম, সেখানে সফল হতে যে পরিশ্রমের করতে হয় , তা আর নতুন কী । আর সেই প্রতিযোগিতার নাম যদি হয় IAS, তাহলে তার প্রস্তুতির জন্য পরিশ্রম ঠিক কতটা করতে হবে তা আর বলার অপেক্ষা রাখে না । IAS পরীক্ষায় সফল হয়েছেন যাঁরা, তাঁদের লড়াইয়ের গল্প শুনলে কঠিন রাস্তাটা সরল হয়ে যেতে পারে আপনারও । আজ থাকল IAS সুরভী গৌতম এর কথা ।
সুরভী জীবন শুধু যে আইএএস হয়ে ওঠার জন্যেই বিখ্যাত তা নয়। ইউপিএসসির সঙ্গে সঙ্গে গেট, বার্ক, ইসরো, সেইল, এসএসসি সিজিএল, আইইএস ইত্যাদি সরকারি চাকরির পরীক্ষাগুলিও উত্তীর্ণ হয়ে নজর কেটেছেন তিনি । প্রতিটি ক্ষেত্রেই তাঁর র্যাঙ্ক ছিল দেশের মধ্যে সকলের শীর্ষে।
মধ্যপ্রদেশের একটি ছোট্ট গ্রামে বড় হয়ে উঠেছেন সুরভী গৌতম । ছোটবেলা থেকেই ব্যতিক্রমী প্রতিভার অধিকারী তিনি। স্কুলে পড়ার সময় ধারাবাহিকভাবেই ভাল র্যাঙ্ক অর্জন করতেন। বরাবর ক্লাসে প্রথম হতেন। দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষাতেও তিনি ৯০ শতাংশ নম্বর পেয়েছেন।স্কুল শেষ করে স্টেট ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ার প্রবেশিকা পরীক্ষায় বসেন সুরভী। আর সেই পরীক্ষায় তিনি শুধু যে উত্তীর্ণ হন তাই নয়, তাঁর গ্রামে তিনিই প্রথম মেয়ে যে কিনা উচ্চ শিক্ষার জন্য শহরে পড়তে যাবেন। তবে একসময় ইংরেজি ঠিক করে বলতে পারতেন না । যার ফলস্বরূপ তাকে কম বিদ্রুপ সহ্য করতে হয়নি তাঁকে। আর সেই অবস্থা থেকেই নিজেকে পালটে ফেলে স্বপ্নের পথে এগিয়ে গিয়েছেন আইএএস সুরভী গৌতম । প্রতিদিন ১০টা করে নতুন শব্দ শিখতেন সুরভী আর তাতেই তাঁর কমিউনিকেশন স্কিল উন্নত হয়ে ওঠে।
শহরে পড়তে যাওয়ার পাশাপাশি তিনি ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেছিলেন । এছাড়াও দেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে উত্তীর্ণ হন তিনি। গেট, বার্ক, ইসরো, সেইল, এসএসসি সিজিএল, আইইএস, দিল্লি পুলিশ, এফসিআই ইত্যাদি পরীক্ষাতেও উত্তীর্ণ হন এবং আইইএস পরীক্ষায় ২০১৩ সালে তিনি প্রথম স্থান অর্জন করেন। আর আজ তিনিই দেশের অন্যতম সফল আইএএস অফিসার। উল্লেখ্য, ২০১৬ সালে ইউপিএসসি পরীক্ষায় তিনি সারা দেশের মধ্যে ৫০ র্যাঙ্ক অর্জন করেন সুরভী গৌতম। বর্তমানে তিনি আহমেদাবাদের বিরামগ্রামে অ্যাসিস্ট্যান্ট কালেক্টরের পদে রয়েছেন ।
Free Access