গবেষণা সুযোগ দিচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়, আবেদনের মাপকাঠি কী
Calcutta University Senior Research Fellow Recruitment, what is the application criteria

The Truth of Bengal,Mou Basu: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। দেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কলকাতা বিশ্ববিদ্যালয়ে সিনিয়র রিসার্চ ফেলো পদে নিয়োগ করা হবে। এই মর্মে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের STARS-II প্রোগ্রামের অধীনে একটি প্রোজেক্টের জন্য সিনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করা হবে। প্রোজেক্টের ব্যয়ভার বহন করছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক।
শিক্ষাগত যোগ্যতা: রেডিও ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্সে এমটেক, ইলেকট্রনিক সায়েন্স বা পদার্থবিদ্যায় এমএসসি ডিগ্রি থাকতে হবে। ন্যূনতম ২ বছরের গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে। পোস্ট এমটেক বা এমএসসি ডিগ্রিধারীরাও আবেদনের যোগ্য। বেতন মিলবে মাসে ৩৫ হাজার টাকা করে। এরসঙ্গে বাড়ি ভাড়া বাবদ ভাতা অতিরিক্ত।
সম্পূর্ণ আবেদনপত্র ও প্রয়োজনীয় নথিপত্র সমেত আগ্রহী চাকরিপ্রার্থীদের ইন্টারভিউয়ে যোগ দিতে হবে। ১৫ মে ইন্টারভিউ হবে বেলা আড়াইটে থেকে। বিশদ তথ্যের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের (www.caluniv.ac.in) দিকে নজর রাখতে হবে। ইন্টারভিউয়ের সময় আসল নথিপত্র যাচাইয়ের জন্য লাগবে। আবেদনের নিয়ে কিছু জিজ্ঞাস্য থাকলে ইমেইল করতে হবে ডঃ অনির্বাণ ভট্টাচার্যকে এই ইমেইল আইডিতে—[email protected]।