পরিবর্তন হল সিবিএসসি বোর্ডের পরীক্ষার নিয়ম ! পড়ুন বিস্তারিত
Big change in CBSC board. Change is the rules of the test!

The truth of bengal: বড় বিজ্ঞপ্তি জারি হল CBSC বোর্ডের তরফে। পরিবর্তন হল পরীক্ষার নিয়মাবলী। এবার থেকে পরিবর্তন দশম ও একাদশ শ্রেণীর পরীক্ষার প্রশ্ন পত্রের নিয়মাবলী।
নতুন নিয়ম অনুযায়ী, MCQ অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্নগুলির সংখ্যা ৪০ শতাংশ থেকে ৫০ শতাংশ বাড়ানো হয়েছে। অপরদিকে দীর্ঘ উত্তরসহ নির্মিত প্রশ্নগুলির পরিমাণ ৪০ থেকে ৩০ শতাংশ হ্রাস করা হয়েছে। এক কথায় মাল্টিপল চয়েস কোশ্চেনের সংখ্যা বাড়ানো হয়েছে। বোর্ডের আধিকারিকরা মনে করছেন এই পরিবর্তনের ফলে ছাত্রছাত্রীদের মূল্যায়ন আরো সঠিকভাবে করা যাবে।
তবে শুধু পরীক্ষার প্রশ্নপত্রেই নয়। পরিবর্তন আনা হয়েছে শিক্ষক নিয়গেও। ইমানুয়েল বলেছেন যে বোর্ড 2024-2025 সালের একাডেমিক সেশনের জন্য NEP- 2020-এর সাথে মূল্যায়ন এবং মূল্যায়ন অনুশীলনগুলি সারিবদ্ধ করে চলেছে। “ফলে, আসন্ন অধিবেশনে, বোর্ডের প্রশ্নপত্রে অন্তর্ভুক্ত বাস্তব-জীবনের পরিস্থিতিতে ধারণার প্রয়োগের মূল্যায়নকারী দক্ষতা-ভিত্তিক প্রশ্নের শতাংশ পরিবর্তন করা হয়েছে।