সাড়ে চারশো বছর পুরোনো উকিল বাড়ির দুর্গাপুজো, মাটির সাজে সুসজ্জিত দেবী মহিষাসুরমর্দিনী
Durga Puja of 450 years old lawyer house

Truth Of Bengal : নদিয়া, মাধব দেবনাথ : দেবী মূর্তি মাটির সাজে সজ্জিত, দেবী দুর্গা একাই পূজিত হন। সাবেকিয়ানার ছোঁয়ায় প্রায় সাড়ে ৪০০ বছর ধরে মহিষাসুরমর্দিনী রূপে পূজিত হয়ে আসছে নদিয়ার শান্তিপুরের তর্কবাগিস লেনের উকিল বাড়ির দেবী দুর্গা। বংশধরদের কথায়, আজ থেকে প্রায় পাঁচ পুরুষ আগে তারাপদ প্রামানিক একজন সরকারি উকিল ছিলেন। কিন্তু তার বাবা ঠাকুর দাদার আমলের দুর্গাপুজো ধরে রেখেছিলেন তিনি।
দেবী মূর্তির উচ্চতা খুব একটা বেশি নয়, রয়েছে মহিষাসুর, সিংহ ও দেবী দুর্গা। তাই এই মূর্তির নাম দিয়েছেন মহিষাসুরমর্দিনী। যদিও চিরাচরিত প্রথা অনুযায়ী পুজোতে রয়েছে বিশেষ কিছু নিয়ম। পুজোর চার দিন কাঁচা ভোগ নিবেদন করা হয় দেবীকে। সেই প্রসাদ ভক্তদের মধ্যে বিলিয়ে দেওয়া হয়। বাড়ির বর্তমান বংশধর সৌরভ প্রামানিক বলেন, বলির প্রচলন রয়েছে প্রথম থেকেই। যদিও বৈষ্ণব মতে পূজিত হন দেবী। আখ এবং চাল কুমড়ো বলি দেওয়া হয় পূজোর চার দিন। ৪৫০ বছর আগে দেবী বিসর্জনের সময় নিয়ে যাওয়া হতো বেয়ারার কাঁধে করে।
কিন্তু সময়ের পরিবর্তনে এখন আর কাঁধে করে দেবী বিসর্জন হয় না। সাবেকিয়ানায় এখনো টগর এবং ঢাক বাজিয়ে পূজিত হয় দেবী মহিষাসুরমর্দিনী। বর্তমানে যারা বাড়ির বংশধর রয়েছে তারা বেশিরভাগ দেশের বিভিন্ন প্রান্তে চাকরি জীবনে ব্যস্ত। কিন্তু পুজোর এই কটা দিন প্রত্যেকেই ব্রতী হন দেবী আরাধনায়। উকিল বাড়ির বংশধরদের কথায়, দেবী মহিষাসুরমর্দিনী খুবই জাগ্রত। তাই পুজোর কটা দিন যে যেখানেই থাকুক ছুটে আসেন তাদের সাবেকি উকিল বাড়িতে। যদিও দেবী আরাধনার আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি। প্রতিমা তৈরি প্রায় শেষের দিকে। সুক্ষ সুক্ষ মাটির তৈরি কাজ যেন অনবদ্য। দেবী মূর্তিকে পুরোপুরি সজ্জিত না করা হলেও এখনই দেখলে মনে হয় সূর্যের নিজস্বর জ্বলজ্বল করছে মহিষাসুরমর্দিনীর মূর্তি।