
Truth Of Bengal, Barsa Sahoo : এসএসকেএম হাসপাতালে দুষ্কৃতী তাণ্ডব। উইকেট, হকি স্টিক নিয়ে এসএসকেএমে তাণ্ডব! হাসপাতালে ঢুকে গুন্ডামি করার অভিযোগ উঠেছে। মারধর করা হয় রোগীর আত্মীয়দের। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে মাথা ফাটল রোগীর এক আত্মীয়ের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা হাসপাতাল চত্বরে।এসএসকেএমের মত একটি হাসপাতালে এই ধরনের দূর্ঘটনা ঘটায় আতঙ্কে রোগী, রোগীর পরিজন এবং চিকিৎসকেরা। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, রবিবার সকালে ১০-১৫ জনের একটি দল বাইক নিয়ে এসএসকেএম হাসপাতালে ঢুকে পড়েন। ঘটনাটি রবিবার সকাল ৮টার পর পরই ঘটে। অভিযোগ, হঠাৎ আগতদের হাতে ছিল হকি স্টিক এবং উইকেট। এরপর তারা সটান হাসপাতালে ঢুকে ট্রমা কেয়ারে চিকিৎসাধীন এক রোগীর আত্মীয়র কাছে চলে যায়। ট্রমা কেয়ারে বাঁকুড়া থেকে আসা এক রোগী চিকিৎসাধীন রয়েছেন। রবিবারই তাঁর হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কথা। ওই রোগীর আত্মীয়কে বেধড়ক মারধর করে। এক জুনিয়র চিকিৎসকের কথায়, ‘‘এই তো ৯০ শতাংশ নিরাপত্তা ব্যবস্থা ঠিক হয়ে যাওয়ার নমুনা! কলকাতার বুকে বড় সরকারি হাসপাতালে সকাল সকাল দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়ে আবার বেরিয়েও গেল। কেউ কিছু করতে পারল না।’’
স্থানীয় সূত্রে খবর, দুই পক্ষের মধ্যে গন্ডগোলের জেরেই এই তাণ্ডব। জানা যায়, হাসপাতালে চিকিৎসাধীন রোগীর ছেলে সৌরভ মোদক ট্রমা সেন্টারের বাইরে দাঁড়িয়ে ছিলেন। ট্রমা কেয়ারের থাকা বাইরে দাঁড়িয়ে থাকা সৌরভকে বেধড়ক মারধর করা হয়। মাথা ফাটে ওই যুবকের। তাঁকে মারধর করে হাসপাতাল থেকে বেরিয়ে যান ওই যুবকেরা। তাঁদের পরিচয় কী, কী নিয়ে এই গন্ডগোল, এখনও সে সব পরিষ্কার নয়। তবে রাজ্যের বৃহত্তম সরকারি হাসপাতালে এমন ঘটনায় রোগী এবং চিকিৎসকরা সকলেই যথেষ্ট আতঙ্কিত।