অফবিট

‘মিয়া খালিফা বিশেষজ্ঞ’! সিভিতে অযৌক্তিক দাবি উল্লেখ করে ভাইরাল প্রাক্তন গুগল কর্মী

'Mia Khalifa expert'! Ex-Google employee goes viral citing absurd claims on CV

Truth Of Bengal : আজকের দুনিয়ায় হুট করে একটা চাকরি পাওয়া মোটেও মুখের কথা নয়। তা সে সরকারি হোক কিংবা বেসরকারি। অনেকে একটা চাকরি পেতে নিজের সিভি-তে নানান দক্ষতা লিখে রাখেন কিন্তু তাতেও তেমন কোন লাভ হয়না। তবে সম্প্রতি একটি ঘটনা সমাজ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, একজন প্রাক্তন Google কর্মচারী তার সিভিতে একটি অযৌক্তিক দাবি করেছেন। দাবিটি কী? ওই সিভিতে লেখা রয়েছে, তিনি ‘মিয়া খালিফা বিশেষজ্ঞ’। নিউইয়র্কের বাসিন্দা জেরি লি Google থেকে পাওয়া শংসাপত্রটি তাকে চাকরির অনুসন্ধানের জন্য কতদুর নিয়ে যেতে পারে তা খঁজে বার করার জন্য বিভিন্ন ধরনের সমীক্ষা করেছিলেন। লি তার সিভিতে ‘মিয়া খালিফা বিশেষজ্ঞ’ এবং এক রাতে সর্বাধিক ভদকা শটের জন্য রেকর্ড স্থাপন করার মত শখ গুলি যোগ করেছেন। এরপর বিভিন্ন কোম্পানিতে সিভি পাঠিয়ে অপেক্ষা করছিলেন।

লি, যিনি Google- এ কৌশল এবং অপারেশন ম্যানেজার হিসেবে ৩ বছর অতিবাহিত করেছিলেন, কতজন নিয়োগকারী আসলে সিভি গুলি ভালোভাবে পরীক্ষা করেন তা দেখার জন্য এই সমীক্ষা করেছিলেন। পরিবর্তে লি- এই সমীক্ষার ফলাফল হিসাবে চমকপ্রদ তথ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। সিভিতে অযৌক্তিক এবং এক্স রেটেড বিষয়বস্তু যোগ করা সত্তেও লি ৬ সপ্তাহের মধ্যে ২৯ টি ইন্টারভিউ কল পেয়েছেন। লি এই বিষয়ে সমীক্ষা এবং ফলাফল নিয়ে ইন্সাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন। যেখানে তিনি উল্লেখ করেছিলেন মঙ্গডিবি এবং রবিনহুডের মত প্রধান সংস্থাগুলিও তাকে ইন্টারভিউ-এর জন্য আমন্ত্রন জানিয়েছিল। লি তার পোস্ট করা ভিডিয়োতে ৩ টি বিষয় উল্লেখ করেছেন। বিষয়গুলি হল…

  1. সঠিক জব টাইটেল দিতে হবে।
  2. নিজের সম্পর্কে সঠিক তথ্য উল্লেখ করতে হবে।
  3. যে ব্যক্তি যে পোস্টের জন্য আবেদন করছেন তাকে সেই পোস্টের ওপর বেশি গুরুত্ব আরোপ করতে হবে।

 

View this post on Instagram

 

A post shared by Jerry Lee (@jerryjhlee)

এরপর তিনি বলেছেন, আবেদনকারী যে সমস্ত বড় কোম্পানীগুলিতে কাজ করেছেন সেই কোম্পানীর নাম আগে উল্লেখ করতে হবে।

Related Articles