Uncategorized

পদ্মের ফলন কমায় দর বাড়বে,হিমঘরে মজুত রাখা হচ্ছে পদ্ম

The price will increase as the yield of lotuses decreases

Truth of Bengal: পদ্ম ছাড়া পুজো হয় না।দুর্গা পুজোয় লাগে ১০৮টি পদ্ম।দুর্গাপুজোর মতোই আরও অন্যান্য পুজোও রয়েছে। তাতে পদ্মের চাহিদা কয়েকগুণ বেড়ে গেছে।তাই পুজোর মরসুমের চাহিদার কথা মাথায় রেখে দূর-দূরান্ত থেকে পদ্ম এনে হিমঘরে মজুত করছেন ব্যবসায়ীরা। পুজোর বাজারে মোটা টাকায় তা বিক্রি করা যাবে বলে আশা ব্যবসায়ীদের।

কথিত আছে,রামচন্দ্র ১০৮টি নীল পদ্ম দিয়ে দেবীকে পুজো করেন।সেই থেকে রীতি মেনে এখনও পদ্ম দিয়ে দেবী দুর্গার পুজো করা হয়। পদ্ম ছাড়া পুজোই হয় না।পদ্মফুল দিয়েই দেবীর আর্শীবাদ প্রার্থনা করা হয়। কিন্তু বর্তমানে পদ্মের চাষ অনেকটাই কমে গেছে।কারণ পুকুরের সংখ্যা কমে গেছে।

তাই পদ্মের জোগান দিতে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা। দূর দূরান্ত থেকে পদ্ম সংগ্রহ করছেন ব্যবসায়ীরা। সেইসব  পদ্ম হিমঘরে মজুত করছেন ব্যবসায়ীরা। দক্ষিণবঙ্গ ছাড়াও উত্তরবঙ্গের নানা জেলা থেকে ব্যবসায়ীরা পদ্ম সংগ্রহ করছেন উদ্যোগীরা।

এই বিপুল পরিমাণ পদ্ম উত্তরপূর্বাঞ্চলের নানা রাজ্যে পাঠানো হবে বলে পদ্ম ব্যবসায়ীরা জানিয়েছেন। মালদহে পর্যাপ্ত বৃষ্টিপাত হয়নি। যে সমস্ত পুকুরে এখনও পদ্মের চাষ হয় তার সংখ্যাটা কমে এসেছে। বৃষ্টির জলের অভাবে পদ্ম চাষ মার খায়। এবার ফুলও তেমন ফোটেনি।

তাই পুজোয় পদ্মের যোগান দিতে হিমসিম খেতে পারেন ফুল ব্যাবসায়ীরা। দূর দূরান্ত থেকে ফুল সংগ্রহ করে মজুত করতে শুরু করেছেন ব্যবসায়ীরা। শুধু দূর্গা পুজো নয়। লক্ষী পুজো,কালী পুজোতে পদ্মের প্রয়োজন হয়। বছরের এই সময়ে পদ্মের চাহিদা থাকে।

মালদার বাজারে দীর্ঘদিন ধরেই বাইরে থেকে পদ্ম ফুল আমদানি করা হয়। তবে এই বছর পদ্মফুলের দাম বৃদ্ধি পাবে।এই অবস্থায় চড়া দরেই পদ্ম কিনতে চান উদ্যোক্তারা। এখন পুজোর মরসুমে পদ্ম হিমঘরে মজুত করেই দেবী আরাধনা করতে চান উত্সবপ্রেমীরা।

Related Articles