রামগড় গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিটের উদ্বোধন
Inauguration of Solid Waste Management Unit at Ramgarh Gram Panchayat Office

Truth Of Bengal: রামগড় গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিটের উদ্বোধন। ভারত সরকার প্রদত্ত দেশ শিরোপা পুরস্কার প্রাপ্ত মিশন নির্মল বাংলা প্রকল্পকে সামনে রেখে এলাকার পরিবেশকে পরিচ্ছন্ন করে রাখার জন্য সোমবার ঝাড়গ্রাম জেলার বিনপুর এক ব্লকের রামগড় গ্রামপঞ্চায়েত কার্যালয়ে সলিড ওয়াস্ট ম্যানেজমেন্ট ইউনিটের শুভ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ওই প্রকল্পের উদ্বোধন করেন ঝাড়গ্রাম জেলা পরিষদের সহ সভাধিপতি। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা পরিষদের শিক্ষা দপ্তরের কর্মাধ্যক্ষ সুমন সাহু, রামগড় গ্রাম পঞ্চায়েত প্রধান লক্ষ্মী রানী বাগ, বিনপুর এক ব্লকের বিডিও সহ অন্যান্য নির্বাচিত জনপ্রতিনিধিগন।
ওই অনুষ্ঠানের প্রধান অতিথি ঝাড়গ্রাম জেলা জেলা পরিষদের শিক্ষা দপ্তরের কর্মাধ্যক্ষ সুমন সাহু বলেন, এলাকার পরিবেশকে পরিচ্ছন্ন করে রাখার জন্য কঠিন বজ্র পদার্থ সংগ্রহের জন্য এই প্রকল্পটি চালু করা হয়েছে। এর ফলে এলাকার পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তাই তিনি ওই এলাকার বাসিন্দাদের নোংরা ও আবর্জনা নির্দিষ্ট জায়গায় রাখার জন্য আহ্বান জানান।সেই সঙ্গে তিনি নিজেদের পরিবেশকে আরো সুন্দর করে গড়ে তোলার আহ্বান জানান।