রাজ্যের খবর

সাত সকালে ইডি হানা বৈদ্যবাটিতে, হতবাক কুনাল রায়ের প্রতিবেশীরা

At seven in the morning, the ED raided Vaidyabati, shocked Kunal Roy's neighbors

Truth Of Bengal: হুগলি, রাকেশ চক্রবর্তী: সকাল থেকে কলকাতা সহ জেলাতেও চলছে ইডির তল্লাশি। ইডি আধিকারিকদের একটি দল চন্দননগরের পাদ্রী পাড়ায় একটি বাড়িতে যান সেখানে বাড়ির তালা বন্ধ দেখে বৈদ্যবাটি নার্সারি রোড এর কুনাল রায় বাড়িতে এসে শুরু করে তল্লাশি। তিনটি গাড়িতে ইডি আধিকারীকরা কেন্দ্রীয় বাহিনী নিয়ে শঙ্কর পল্লিতে কুনাল রায়ের বাড়িতে প্রবেশ করে। এখনো পর্যন্ত তল্লাশি চলছে তার বাড়িতে। সকাল ৬:৫৫ মিনিট নাগাদ প্রথমে ইডি আধিকারিকরা যায় চন্দননগরে।

সেখান থেকে বৈদ্যবাটিতে কুনাল রায়ের বাড়িতে। সেখানে তাকে দীর্ঘক্ষণ ডাকাডাকির পর পরে তিনি দরজা খোলেন। প্রায় দু’ঘণ্টা হতে চলল এখনো চলছে তার বাড়িতে তল্লাশি। কুনালের এক আত্মীয় সুবীর দাস জানান, তিনি মেডিকেল লাইনে কাজ করেন। কুনাল বাবু বেসরকারী সংস্থায় চাকরি করেন কলকাতায়। কেন তার বাড়িতে তল্লাশি তা জানেন না। সাত সকালে ইডি হানায় স্থানীয় বাসিন্দারাও হতবাক।

Related Articles