আন্তর্জাতিক

শুধু ইসলামি দল, ইউনুসের ডাকা বৈঠকে দেখা গেল না অন্যান্য দলের   

Only the Islamic party, other parties were not seen in the meeting called by Yunus

Truth Of Bengal: অন্তর্বর্তী সরকার ইউনুসের ডাকা বৈঠকে দেখা গেলো না ক্ষমতাচ্যুত শাসক দল আওয়ামী লীগ এবং তাদের শরিক ওয়ার্কার্স পার্টি এবং জাতীয় সমাজতান্ত্রিক দলকে। বৈঠকে উঠে এলোইসলামি দলগুলির তরফে রাজনৈতিক ব্যবস্থা সংস্কারে ভুরি ভুরি প্রস্তাব। এর আগে শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে আলাদা করে বৈঠক সারেন বিএনপি এবং জামায়াতে ইসলামী।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবং আরও কিছু দলকে এ দিন সকালে জানানো হয়েছে, তাঁদের সাথে বৈঠকে কথা হয়ে যাওয়ায় আর ইউনুসের পরবর্তীতে বৈঠকে ডাকা হয়নি। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম ও অন্য ৬টি ইসলামি দলের প্রতিনিধিরা। শুক্রবার ইউনুসের সাথে বৈঠকে আওয়ামী লীগের আমলে গোয়েন্দা পুলিশের হাতে নিস্তেজ হওয়া ব্যক্তিদের পরিবারকে নিয়মিত ভাতা দেওয়ার পরামর্শ জানিয়েছেন বিএনপি।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির জানিয়েছেন, ইউনুসের সঙ্গে তাঁদের আলোচনা সদর্থক। ওই বৈঠকের মাধ্যমে বিএনপি দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন অন্তর্বর্তী সরকারকে। সম্প্রতি বিরোধী দলের নেতা কর্মীদের অপহরণ ও নির্যাতনের বহু অভিযোগ উঠেছে পুলিশ, গোয়েন্দা বাহিনী এবং‌ সেনাদের বিরুদ্ধে। ইতিমধ্যেই বিএনপি অভিযোগ করেছে, ১৫ বছরে তাদের ১৪ হাজার নেতা কর্মীকে পুলিশ বা গোয়েন্দারা তুলে নিয়ে গিয়েছে। যারা এই মুহুর্তে নিখোঁজ। যত তাড়াতাড়ি সম্ভব রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিটিকে দিয়ে এই পুরো ঘটনার তদন্তের দাবি জানিয়েছে বিএনপি।

Related Articles