
Truth Of Bengal : ঝাড়গ্রাম : ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের তুঙ্গাধুয়া এলাকায় হাতির হামলায় এক যুবকের মৃত্যুর ঘটনা টি ঘটে। তুঙ্গাধুয়া গ্রামের বাসিন্দা মৃত যুবকের নাম স্বপন মাহাত, তার বয়স আনুমানিক ২৭বছর। স্থানীয়সূত্রে জানা গেছে, শনিবার রাত ১১ টা নাগাদ তুঙ্গাধুয়া বাজার থেকে বাড়ি যাওয়ার পথে একটি দলছুট হাতি পিছন দিক থেকে ওই যুবকের উপর হামলা চালায়। হাতিটি শুড়ে তুলে ওই যুবক কে আছাড় মারে এবং পা দিয়ে পিষে দেয় গোটা শরীর। ঘটনা স্থলেই হাতির হামলায় ওই যুবকের মৃত্যু হয়।
ওই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে। সেই সঙ্গে হাতির হামলায় ওই যুবকের মৃত্যুর ঘটনায় মৃত যুবকের পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।বনদপ্তর সূত্রে জানা গেছে, পাশেই জটিয়ার জঙ্গলে রয়েছে ২৬ টি হাতির একটি দল। খাওয়ারের সন্ধানে একটি হাতি দলছুট হয়ে গ্রামে ঢুকে তান্ডব চালায়। খবর পেয়ে শনিবার রাতেই সাঁকরাইল থানার পুলিশ।
মৃতদেহ টি উদ্ধার করে নিয়ে যায়। রবিবার সকালে পুলিশ মৃত দেহ টি ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়। বন দফতরের পক্ষ থেকে হাতির হামলায় মৃত যুবকের পরিবার কে ক্ষতি পুরন দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। সেই সঙ্গে বন দফতরের পক্ষ থেকে ওই এলাকার গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তবে গত দশ দিনের মাথায় হাতির হামলায় ঝাড়গ্রাম জেলায় চার জনের মৃত্যুর ঘটনা ঘটায় ওই এলাকার বাসিন্দারা হাতির হামলার আশঙ্কায় যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন বলে গ্রামবাসীরা জানান।