দেশ

জওয়ানদের হাতে রাখি বাঁধলেন গ্রামের মহিলারা

The tied village women were kept in the hands of soldiers.

Truth Of Bengal : গোটা দেশ যখন রাখি বন্ধনের মাধ্যমে সৌভ্রাতৃত্বের নজির গড়ছে , যখন একে অপরকে রাখি পরিয়ে সম্প্রীতির বার্তা দিচ্ছে। তখন কাঁটাতার ঘেরা সীমান্ত লাখোয়া এলাকাতেও দেখা গেল রাখি বন্ধনের ছবি। উপস্থিতি সেনা জবানের হাতে রাখি বেঁধে সৌভ্রাতৃত্বের বার্তা দিলেন জম্মু-কাশ্মীরের মহিলারা। দিনটাকে উদযাপনের মাধ্যমে শুরু করলেন সেনা জ্ওয়ানরা । প্রতিবছরের মতো এই দিনটাও একটু অন্যরকম ভাবে শুরু করলেন সেনা জ্ওয়ানরা।

মূলত উরি সেক্টরের সোনি গ্রামে ভারত-পাক সীমান্তে জওয়ানদের হাতে রাখি বেঁধে দিলেন গ্রামের মহিলারা। শুধু রাখি বাধাই নয় সঙ্গে নানান রকম উপহার তুলে দিলেন সেনাদের হাতে। সেনা জবানরা পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে ছিলেন আর গ্রামের মা-বোনরা এসে তাদের হাতে রাখি বেঁধে সঙ্গে নানান রকম উপহার দিলেন। সঙ্গে মিষ্টিমুখ করালেন উপস্থিত সেনা জ্ওয়ানদেরকে।

 

Related Articles