রাজ্যের খবর

স্বাধীনতা দিবসের দিন স্টেশন থেকে দেহ উদ্ধার, খুন নাকি আত্মহত্যা?

Body recovered from station on Independence Day

Truth Of Bengal : আরামবাগ : সৌভিক গোস্বামী : স্বাধীনতা দিবসের দিন গোঘাট রেল স্টেশনে এক ব্যক্তির কাটা দেহ উদ্ধার। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাটি ঘটে গোঘাটের ট্রেন লাইনে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৯:৩০ টায় এক ব্যক্তি ট্রেনে কাটা পড়ে বলে দাবি। ব্যক্তির নাম ও পরিচয় এখনও পর্যন্ত পাওয়া না গেলেও স্থানীয়দের অনুমান ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর। তিনি আত্মঘাতী হয়েছেন বলেই স্থানীয়দের অনুমান।

স্থানীয়রা দেহটিকে দেখে তড়িঘড়ি গোঘাট থানায় খবর দেয়। রেল পুলিশ এবং গোঘাট থানার পুলিশ গিয়ে কাটা দেহটিকে উদ্ধার করে। ঘটনাটি খুন নাকি আত্মহত্যা তার তদন্ত ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ঘটনা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। বহু মানুষ সেখানে জড়ো হয় দেহটিকে দেখতে।

Related Articles