সামশেরগঞ্জে অবরোধের জেরে রণক্ষেত্র জাতীয় সড়ক, চলল লাঠি, কাঁদানে গ্যাস
Battlefield National Highway due to blockade in Samsherganj

Truth Of Bengal : ওড়িশায় পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতনের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ সামশেরগঞ্জে
গাড়ি ভাঙচুর বিক্ষোভকারীদের। পাল্টা পুলিশের লাঠিচার্জ, ফাটানো হল কাঁদানে গ্যাসের শেল। সামশেরগঞ্জের বাসুদেবপুর পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি। সামশেরগঞ্জে অবরোধের জেরে রণক্ষেত্র জাতীয় সড়ক।
বাসুদেবপুরে রাস্তা অবরোধ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। ওড়িশায় পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতনের প্রতিবাদে সামশেরগঞ্জে রাস্তা অবরোধ ঘিরে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এরপর ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। এরপর তাঁরা পরিস্থিতি সামাল দিতে গেলে তাঁদেরকে লক্ষ্য করে শুরু হয়েছে ইট-বৃষ্টি। পাল্টা পুলিশের লাঠিচার্জ। ফাটানো হল কাঁদানে গ্যাসের শেল। এই ঘটনার জেরে ইতিমধ্যেই একেবারে রণক্ষেত্র জাতীয় সড়ক।
প্রসঙ্গত, কর্মসূত্রে ওড়িশায় গিয়ে গত কয়েকদিন ধরেই বাংলার পরিযায়ী শ্রমিকরা চরম ভোগান্তির মুখে পড়েছেন। ওড়িশার কয়েকটি জেলায় কাজে গিয়ে শ্রমিকরা আক্রমণ এবং হামলার মুখে পড়েছেন। এমতাবস্থায় সমস্যায় পড়া পরিযায়ী শ্রমিকদের অবিলম্বে এরাজ্যে ফিরে আসার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
অনেকেই ফিরে আসছেন বাংলায়। মঙ্গলবারও দুপুরে ওড়িশা থেকে দলে দলে ফিরেছিলেন রাজ্যের পরিযায়ী শ্রমিকরা। ২০ বছর থেকে ২৫ বছরের শ্রমিকরা ওড়িশায় তাঁদের জীবিকাস্থল থেকে রাজ্যে ফিরে আসছেন।