দেশ

বিদেশে প্রথম ভারতের জন-ঔষধি কেন্দ্র, মরিশাসে এই কেন্দ্রের উদ্বোধন করলেন এস জয়শঙ্কর

S. Jaishankar inaugurated India's first folk medicine center abroad in Mauritius

The Truth Of Bengal : মরিশাসে উদ্বোধন করা হয়েছে জন-ঔষধি কেন্দ্র। ভারতের বিদেশ মন্ত্রী এস জয় শঙ্কর এই জন ঔষধি কেন্দ্রের উদ্বোধন করেন। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মরিশাসের প্রধানমন্ত্রী প্রভিন্দ কুমার জগন্নাথ। বিদেশের মাটিতে ভারতের জন ঔষধি কেন্দ্র। ভারতের বিদেশ মন্ত্রী এই উদ্বোধনের পর বলেছেন মরিশাসের প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত থেকে এই জন ঔষধি কেন্দ্রের উদ্বোধন করতে পেরে তিনি আনন্দিত। ভারতের বিদেশমন্ত্রী জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই জন-ঔষধি কেন্দ্রের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি রক্ষা করা হল। ভারত এবং মরিশাসের মধ্যে স্বাস্থ্য অংশীদারিত্ব প্রকল্প চালু হয়েছে। মরিশাসের সঙ্গে আরও দৃঢ় সম্পর্ক এই প্রকল্পের মধ্য দিয়ে সুদৃঢ় হবে বলে মনে করেন বিদেশ মন্ত্রী। বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে জন ঔষধি কেন্দ্রে ভারতীয় বনৌষধি বিক্রি করা হয়। ভারতের আদি অনন্তকাল ধরে চলা বিভিন্ন বনৌষধিকে এবার বিশ্বের বাজারে ছড়িয়ে দিতে উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। ‘মেড ইন ইন্ডিয়া’ তৈরি বিভিন্ন ওষুধ জন ঔষধি কেন্দ্রে বিক্রি করা হবে। এই নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন ভারতের বিদেশমন্ত্রী এহ জয়শঙ্কর। বিশ্বের বাজারেও ভারতীয় বনৌষধির চাহিদা বাড়ছে বলে জানিয়েছেন তিনি। মরিশাসে ভারতীয় অনুদানে এই জন ঔষধি কেন্দ্র পরিষেবা চালু করা হয়েছে।

ভারতীয় অনুদান ও সহায়তায় নির্মিত গ্রান্ড বোয়েস মেডিক্লিনিকের উদ্বোধন করেন ভারতের বিদেশ মন্ত্রী। এই বনৌষধি কেন্দ্রের উদ্বোধনের পর কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী বলেছেন দু’দেশের বন্ধুত্বের সম্পর্কের সোপান হয়ে উঠবে এই কেন্দ্র। মরিশাসের ওই এলাকার ১৬ হাজার মানুষের প্রাথমিক স্বাস্থ্য সেবা করবে এই কেন্দ্র। মরিশাস সফরে রয়েছেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। ভারত মহাসাগরীয় সম্পর্ক বিষয়ে দ্বীপাক্ষিক আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছেই সফরে।

Related Articles