অষ্ট্রেলিয়ায় পার্লামেন্ট ভবনের ছাদে বিক্ষোভ
Protests on the roof of the Parliament building in Australia

The Truth of Bengal: অষ্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার ছাদে উঠে বিক্ষোভ। ফিলিস্তিনের মুক্তি চেয়ে তাদের এই বিক্ষোভ। এই বিক্ষোভে সামিল হন বেশ কয়েকজন ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা। বৃহস্পতিবার আচমকাই পার্লামেন্টের ছাদে উঠে পড়েন তারা। তাদের হাতে ছিল বেশ কিছু ব্যানার। ছাদের উপর থেকে সেই সমস্ত ব্যানার ঝুলিয়ে দিতে দেখা যায় তাদের। ফিলিস্তিনের মুক্তি চেয়ে স্লোগানও দিতে দেখা যায় তাদের।
প্রতিযেক বিক্ষোভকারীদের পরণে ছিল কালো পোশাক। প্রায় চার ঘণ্টা ধরে চলে তাদের এই বিক্ষোভ কর্মসূচী। পার্লামেন্ট ভবনের ছাদে দাঁড়িয়েই তাদের এই বিক্ষোভ চলতে থাকে। ছাদ থেকে নীচের দিকে তাদের যে ব্যানার ঝোলানো ছিল তাতে লেখা, নদী থেকে সমুদ্র ফিলিস্তিন থাকবে মুক্ত। ফিলিস্তিনপন্থীদের মধ্যে এই স্লোগান ভীষণই জনপ্রিয়।
বিক্ষোভকারীদের মধ্যে উপস্থিত একজনকে মেগাফোন হাতে নিয়ে বক্তব্য রাখতে শোনা যায়। ইজরায়েল সরকারের তিনি যুদ্ধাপরাধের অভিযোগ তোলেন। এই ঘটনার বেশ কিছুক্ষণ পর স্থানীয় সময় প্রায় সাড়ে ১১ নাগাদ পুলিশের উপস্থিতিতেই নিজেদের ব্যানার সরিয়ে ফেলেন বিক্ষোভকারীরা।