রাজ্যের খবর

ভোট পরবর্তী হিংসায় ভাঙড়ে গ্রেফতার ৪ আইএসএফ কর্মী

4 ISF personnel arrested in post-poll violence

The Truth Of Bengal : ভাঙড়ে গ্রেপ্তার চার হেভিওয়েট আইএসএফ নেতা। ভোট পরবর্তী হিংসায় ভাঙড়ে গ্রেপ্তার চার হেভিওয়েট আই এস এফ নেতা। ধৃতদের নাম ওহিদুল ইসলাম, কারিমুল ইসলাম, ইছা মোল্লা ও বাবর আলি। ওহিদুল কাটাডাঙা গ্রামের বাসিন্দা, তিনি ভাঙড় ২ পঞ্চায়েত সমিতির সদস্য। কারিমুল চালতাবেড়িয়া এলাকার দাপুটে নেতা। তিনদিন আগে বোমা তৈরি করার সময় পঞ্চায়েত সদস্য আজহারউদ্দিন সহ পাঁচজন গুরুতর জখম হন।

সেই ঘটনায় কারিমুল ও ওহিদুল জড়িত এমনটা প্রমান পাওয়ার পর উত্তর কাশীপুর থানার পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। আর চন্ডিহাট গ্রামের বাসিন্দা ইছা মোল্লা ও বারব আলির কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। ভোট পরবর্তী একাধিক হিংসায় জড়িত তাঁরা। ধৃতদের বুধবার বারুইপুর মহকুমা আদালতে পাঠানো হলে বিচারক প্রত্যেকের ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

Related Articles