
The Truth Of Bengal : যাহা বলিব মিথ্যা বলিব, মিথ্যা বই সত্য বলিব না। সম্প্রতি মুক্তি পেয়েছে গভীর জলের মাছ ২ এর অফিসিয়াল ট্রেলার। সাহানা দত্ত পরিচালিত এবং তৃণা সাহা, স্বস্তিকা দত্ত, অনন্যা সেন ও তিতিষ্কা দাস অভিনীত এই সিরিজের শুরুতেই দেখা যাচ্ছে চার বান্ধবীর মধ্যে একজনের মৃত্যু হওয়ায় জালে জড়িয়ে পড়েছেন অন্য তিনজন বান্ধবী।
এবার তারা একে অন্যকে বাঁচানোর খেলায় মেতে উঠবেন। এর আগেই এই চারজন মিলে একে অন্যের স্বামীকে অন্য নারীর প্রতি আকর্ষণ করার খেলায় মেতে ছিলেন। আর সেই রহস্যের খেলায় নেমেই ঘটলো মৃত্যু। একে একে জড়িয়ে যাবে তিনজনের স্বামী। প্রেম, বন্ধুত্ব, স্বামী, সংসার সবটাই জড়িয়ে যাবে রহস্যের জালে। এরপর এই শুরু হবে আর একটি নতুন খেলা। আবির্ভাব হবে আরেক নতুন চরিত্র বৃন্দার।
এরপরে একে একে বদলে যাবে সবার ঠিকানা। কিছু করতে গিয়ে জানা যাবে একেবারে গোড়ার খেলার কথা। যেখান থেকে শুরু হয়েছিল বউ যাচাই এর খেলা। আর তারপরেই একে একে মৃত্যু, রক্ত, রহস্য, রোমাঞ্চ। আর তৈরি হবে কে কাকে মারলো সেই প্রশ্নের উত্তর খোঁজার পালা।