WB Lok Sabha Election 2024: খড়্গপুরে বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল
BJP candidate Agnimitra Pal faces protests in Kharagpur

The Truth Of Bengal: এবার বিক্ষোভের মুখে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল বিশাল কনভয় নিয়ে খড়্গপুরের গ্রামে ভোট পরিদর্শনে যান। সেখানে পুলিশ সেই কনভয় আটকে দেয়। পরে গ্রামবাসীরা প্রার্থীর গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখান বলে অভিযোগ। ওঠে গোব্যাক স্লোগান। এই বিক্ষোভ প্রসঙ্গে অগ্নিমিত্রা পাল বলেন, ‘আমার কনভয়ে মোট তিনটি গাড়ি রয়েছে। বাকি তো সংবাদমাধ্যমের গাড়ি। রাজ্যের পুলিশ এটা সহ্য করতে পারছে না। তাই আটকাচ্ছে।’
অন্যদিকে, ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ তৃণমূলের। কেশপুরে তাঁর গাড়ির সামনে বিক্ষোভ দেখানো হয়। রাস্তায় শুয়ে পড়েন তৃণমূল কর্মীরা। মহিলারা হাতে লাঠি, বাঁশ নিয়ে তেড়ে যান তাঁর দিকে। সেই সময় গাড়িতে বসে ছিলেন হিরণ। তাঁর বিরুদ্ধে বুধবার রাতে এলাকায় গোলমাল পাকানোর অভিযোগ রয়েছে। সেই অভিযোগে তেতে আছে এলাকার মানুষ। এদিন হিরণ ওই এলাকায় গেলে তাঁকে বিক্ষোভের মুখে পড়তে হয়।
কেশপুরে বিক্ষোভ দেখানো তৃণমূল কর্মীদের অভিযোগ, বুধবার রাতে বিজেপি কর্মীরা তাঁদের ওপর হামলা চালিয়েছে। তিন জনের হাত ভেঙে দেওয়া হয়েছে। তৃণমূলের এই অভিযোগ প্রসঙ্গে হিরণ বলেন, ‘কোথায় অভিযোগ দায়ের হয়েছে? ওদের পুলিশ, ওরা অভিযোগ করেনি? এফআইআর-এর কপি দেখাতে বলুন। ১৪৪ ধারা চলছে। তার মধ্যে হাতে বাঁশ, লাঠি নিয়ে বেরিয়ে পড়েছে।‘