নাচের মঞ্চে ব্রোম্যান্স! করণ ও অর্জুনের নাচে মাতল ‘ডান্স দিওয়ানে’ এর স্টেজ! দেখুন পুরো ভিডিও

The Truth Of Bengal: “মেরে কারণ আর্জুন আয়েঙ্গে!”- ভারতির বলতে না বলতেই ‘ডান্স দিওয়ানে-৪’ চারের মঞ্চে হাজির করণ কুন্দ্রাও অর্জুন বিজলানি। শো’টিকে মাতালেন একে ওপরের সঙ্গে ব্রোম্যান্সে এই দুইজন প্রাক্তন হোস্ট। এতে বলাই বাহুল্য শো’এর আসছে এপিশোড’টি দর্শকদের জন্য যথেষ্ট আকর্ষণীয় হয়ে উঠবে। বৃহস্পতিবার ‘কলার্স’ এর অফিসিয়াল ইনস্টাগ্রাম পেইজ থেকে শেয়ার করা হয়েছিল সেই ভিডিও যেখানে দুজনের ‘গরমি’ গানে ব্রোম্যান্স এর ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে ‘কলর্স’ এর এই ভিডিও শেয়ার করে বলা হয়েছে,”খুব শীঘ্রই ডান্সের ময়দানে বাড়বে নাচের উত্তাপ, যখন প্রতিযোগীদের সঙ্গে নিজেদের কিলার স্টেপে তাল মেলাবে করণ আর অর্জুন!
View this post on Instagram
প্রথম থেকেই শো’এর জনপ্রিয়তা ছিল তুঙ্গে। কালারস্ এর নাচ ভিত্তিক রিয়ালিটি শো ডান্স দিওয়ানে ৪ প্রথম থেকে বিনোদন দিয়ে আসছিল দর্শকদের সেখানে এই করণ কুন্দ্রা ও অর্জুন বিজালানি আবারও সেই শো’এর মঞ্চেই দেখা যাবে, একথা ভেবেই নিজেদের সামলাতে হিমশিম খাচ্ছে দর্শকদের একাংশ। তার সঙ্গে এই দুই হট্ অ্যান্ড সিজলিং দুই অভিনেতার ‘গরমি’ গানে নাচ! ভাবা যায়? এ যেন “রাখে হরি মারে কে” – এর মতো বিষয়দর্শকদের কাছে!
View this post on Instagram
এছাড়াও এর আগে অর্জুন’কে তার ইনস্টাগ্রাম ফিড থেকে ‘ডান্স দিওয়ানে’ এর শো-কে নিয়ে আরও একটি পোস্ট করতে দেখা গিয়েছিল সেখানে তিনি সকলের সঙ্গে কথা বলছেন, সঙ্গে মাধুরী দীক্ষিত’কেও তাঁর সঙ্গে কথা বলতে দেখা গিয়েছিল এদিনের ভিডিও’তে। ভিডিও-টিকে শেয়ার করে অর্জুন লিখেছিলেন,”এমন টা শো-এর সেট যেটা আমার সবচেয়ে কাছের! হোস্ট হিসাবে আমার প্রথম!”
View this post on Instagram
ডান্স দিওয়ানে ৪ এর মঞ্চ প্রতিযোগীদের তাদের স্বপ্ন অনুসরণ করতে সক্ষম করে, যেখানে আসলেই ‘কোন বয়সের সীমানা নেই’। ডান্সকে যারা ভালোবাসেন তাঁদের জন্যই এই মঞ্চ এবং তারই সঙ্গে অনুষ্ঠানের মূল বিষয়। শো’এর দুই বিচারক মাধুরী দীক্ষিত এবং সুনীল শেঠি, আর ভারতী সিং অনুষ্ঠানটি হোস্ট করেন। সেখানেই এই দুই প্রাক্তন হোস্ট এর জলবা দর্শকদের ঠিক কতটা মন কাড়ে, এখন সেটাই দেখার।