রাজনীতিরাজ্যের খবর
Trending

Big Breaking : Lok Shobha Election 2024 : দেবাশীষ ধর নয় মনোনয়ন জমা দিলেন অন্য প্রার্থী , তবে কি বীরভূমে প্রার্থী বদল বিজেপির ?

Big Breaking: Lok Shobha Election 2024: Debashish Dhar not another candidate has submitted nomination, but will BJP change its candidate in Birbhum?

The Truth Of Bengal : বীরভূম লোকসভা কেন্দ্রে অন্য প্রার্থীকে দিয়ে মনোনয়ন পত্র জমা করালো বিজেপি। বিকল্প পথ হিসাবে দেবতনু ভট্টাচার্য নামে এক বিজেপি নেতাকে মনোনয়নপত্র জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার ওই বিজেপি নেতা মনোনয়নপত্র জমা দিলেন বীরভূম জেলাশাসক দপ্তরে।

এমন ঘটনার পরিপ্রেক্ষিতে দেবতনু ভট্টাচার্য জানিয়েছেন, দল যা নির্দেশ দেবে সেই মতোই তারা কাজ করছেন। দলটাকে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা জানিয়েছেন। তিনি সেই মতো মনোনয়নপত্র জমা দিলেন। অন্যদিকে বিজেপি নেতা জগন্নাথ চ্যাটার্জি জানিয়েছেন, তাদের প্রার্থী দেবাশীষ ধরই।

তবে তার বিরুদ্ধে যেভাবে কলকাঠি নাড়া হচ্ছে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তৃণমূলের অন্যান্যদের তরফ থেকে, তার জন্যই বিকল্প হিসাবে আরেকজনকে প্রার্থী করা হয়েছে। যদি দেবাশীষ ধর এর প্রার্থী পদ বাতিল হয় তাহলে দেবতনু ভট্টাচার্য প্রতিদ্বন্দ্বিতা করবেন।অন্যদিকে এই ঘটনার বীরভূম জেলা তৃণমূলসহ সভাপতি মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, আমরা প্রথম থেকেই বলেছিলাম তার বিরুদ্ধে ভিজিলেন্স মামলা চলছে। এক্ষেত্রে প্রার্থী পথ বাতিল হলেও হতে পারে।

Related Articles