
The Truth of Bengal: গুজরাটে বিজেপির হাওয়া ঠিক নেই। কংগ্রেস-আপের সমঝোতা বিজেপিকে কড়া টক্করের মুখে ফেলেছে। তারমাঝে এবার কিছুটা চমক দিল সুরাট। সেখানে বিজেপির প্রার্থী মুকেশ দালাল বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী হয়েছেন। কংগ্রেস প্রার্থী নীলেশ কুম্ভানির মনোনয়ন বাতিল হওয়ায় এবং নির্দল প্রার্থীরা সরে দাঁড়ানোয় ফাঁকা মাঠে বিজেপি গোল দিতে পারল বলে জানা গেছে। যদিও বিরোধীরা এইবিষয়ে নির্দল প্রার্থীদের সরে দাঁড়ানো নিয়ে সংশয় প্রকাশ করেছে। ২৬ এপ্রিল ১৩ রাজ্যের ৮৮ লোকসভা আসনের মতোই গুজরাটের সুরাটে রয়েছে নির্বাচন।এই ভোটে মূল লড়াই হওয়ার কথা বিজেপির সঙ্গে কংগ্রেসের। কিন্তু কংগ্রেস প্রার্থীর নীলেশ কুম্ভানির মনোনয়ন বাতিল হওয়ায় এবং নির্দল প্রার্থীরা সরে দাঁড়ানোয় বিজেপির জয়ের পথ মসৃণ হয়ে যায়।
মনোনয়ন পত্রের যাচাইয়ে রবিবার বাতিল হয় কংগ্রেস প্রার্থী নীলেশ কুম্ভানির হলফনামা। এরপর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে নিজেদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন এই কেন্দ্রের বাকি ৮ জন প্রার্থী। এই তালিকায় ছিলেন বহুজন সমাজ পার্টির প্যায়ারেলাল ভারতীও। তাই শেষ মুহূর্তে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন বিজেপির মুকেশ দালাল।গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন, এই জয় মোদি-শাহদের উপহার।কিন্তু প্রশ্ন উঠছে,কেন নির্দলরা সরে দাঁড়ালেন? বিরোধীদের অভিযোগ,চাপ সৃষ্টি করে আর প্রলোভন দেখিয়ে প্রার্থীদের মাঠের বাইরে পাঠিয়ে বিজেপি ফাঁকা মাঠে গোল দিয়েছে।
তাঁদের আরও প্রশ্ন যেখানে ৮জন প্রার্থীর মধ্যে ৭জন নির্দল ছিলেন সেখানে কিভাবে ভোটের আগে এই জয় সম্ভব হল? কংগ্রেসের আইনজীবী বাবু মানগুকিয়া জানিয়েছেন,তারা এই ভোটের ঠিক আগে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে হাইকোর্ট,সুপ্রিমকোর্টে আবেদন করবেন।কংগ্রেস নেতা জয়রাম রমেশও এক্স-এ লিখেছেন, সুরাটের এই জয় প্রমাণ করে গণতন্ত্র সন্ত্রাসের কবলে।আমাদের সংবিধান,আমাদের গণতন্ত্র,বাবাসাহেব আম্বেদকরের সংবিধান,সবই লাগাতার হুমকির মুখে।তাই সুরাটের জয় নিয়ে রাজনৈতিক বিতর্ক যে পিছু ছাড়ছে না তা বলাই যায়।