হলদিয়ায় গভীর রাতে বিধ্বংসী আগুন! ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই একাধিক দোকান
Haldia's super market burnt down

The Truth Of Bengal : ভোটযুদ্ধের মাঝেই অগ্নিকাণ্ড। শুক্রবার গভীর রাতে হলদিয়ার দুর্গাচক সুপারমার্কেট এলাকায় আগুন লাগে। আগুনে পুড়ে ছাই হয়েছে প্রায় ১০ থেকে ১৫ টি দোকান। খবর পাওয়ার পর তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। ঘন্টা তিনি কে চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। যদি ও এখনও পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
পুলিশ সূত্রের খবর, শুক্রবার রাত বারোটা নাগাদ হঠাৎই মার্কেটে আগুন লেগে যায়। খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে একের পর এক দোকানগুলিতে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে দাউ দাউ করে আগুনের শিখা জ্বলতে দেখা যায়। অগ্নি কাণ্ডের ফলে হলদিয়ার সুপার মার্কেটের প্রবেশদ্বারের পাশে শিব মন্দির থেকে শিশু উদ্যান পর্যন্ত বেশ কিছু দোকান পুড়ে ছাই হয়ে যায়।
পুলিশ সূত্রের খবর, খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে দমকল বাহিনী আসলেও বেশ কিছুক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। তবে স্থানীয়রা অনুমান করছেন যে শর্ট-সার্কিটে জেরে এই আগুন লেগেছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন তমলুক সংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি আজগর আলী। সম্পূর্ণ ঘটনা তদন্তে পুলিস।