ভোটের ডিউটি সেরে ফেরার পথে দুর্ঘটনার কবলে জওয়ানদের বাস, কোথায় এই বড়সড় দুর্ঘটনা?
On the way back from voting duty, the soldiers' bus was hit by an accident, where is this major accident?

The Truth Of Bengal : দেশজুড়ে প্রথম দফার নির্বাচন শেষ হয়েছে শুক্রবার। দেশের ১০২ টি লোকসভা কেন্দ্রে নির্বাচন হয়েছে। দেশের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলির প্রত্যেকটি বুথে ছিল কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি। মধ্যপ্রদেশের প্রথম দফার নির্বাচন অনুষ্ঠিত হওয়া বুথগুলিতেও কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার বন্দোবস্ত ছিল। ভোটের ডিউটি শেষ করে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া থেকে ফিরছিলেন। ছিন্দওয়াড়ায় ভোটের ডিউটি পড়েছিল তাদের। সেখান থেকে রাজগড় ফেরার পথে এই দুর্ঘটনা। একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে জওয়ানদের বাসটিকে ধাক্কা মারে। বাসটি উল্টে গিয়ে গুরুতর জখম হন ওই বাসে থাকা হোম গার্ড ও পুলিশ কর্মীরা। গুরুতর জখম হন ২১ জন নিরাপত্তা কর্মী। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। প্রথমে তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুরুতর জওয়ানদের সেখান থেকে জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। অল্প বিস্তার চোট পাওয়া জওয়ানরা, প্রাথমিক হাসপাতালে চিকিৎসাধীন। মধ্যপ্রদেশ প্রশাসনের পক্ষ থেকে আহতদের চিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই দুর্ঘটনার পিছনে সঠিক কী কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। উল্টে যাওয়া জওয়ানদের বাসটিকে সেখান থেকে তোলা হয়। অন্যদিকে ঘাতক ট্রাকটিকেও আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। শনিবার ভোট চারটে ৪.১৫ নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই দুর্ঘটনা নিয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হয়।
VIDEO | Madhya Pradesh: Several Home Guards jawans and police personnel were injured when the bus they were travelling in collided with a truck and overturned on a highway near #Betul earlier today. The security personnel were returning from #Chhindwara after poll duty for Lok… pic.twitter.com/9de7NSxfPy
— Press Trust of India (@PTI_News) April 20, 2024