“এই নির্বাচনটা ভয়ঙ্কর, এত কালো নির্বাচন আগে কখনো হয়নি” কেন বললেন মমতা?
Mamata Banerjee At election rally in Assam's Silchar.

The Truth Of Bengal: অসমের শিলচরে নির্বাচনী জনসভা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই জনসভা থেকে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন। মোদি গ্যারান্টি নিয়েও কটাক্ষ করেন মমতা। এদিনের সভা থেকে অসমবাসীর পাশে থাকার বার্তা দেন মমতা।
বিভিন্ন নির্বাচনী সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেভাবে ‘মোদি গ্যারান্টি’ বলে জনগণকে আশ্বস্ত করতে চাইছেন তা নিয়ে কটাক্ষ করলেন মমতা। তৃণমূল সুপ্রিমো বলেন, ‘আমি এখন মরে যাচ্ছি এটা বিশ্বাস করবেন, কিন্তু মোদি কারও জন্যে কিছু করবে এটা বিশ্বাস করবেন না।’ ঘুরিয়ে দেশের প্রধানমন্ত্রীকে মিথ্যাবাদী বলে আক্রমণ মমতার।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপিকে ভোট দেওয়া মানে, সেই ভোট নষ্ট করা। মানুষের জন্য এই সরকার কোনদিন কিছু করেনি। আবার এদের ভোট দিলে, সেই একইভাবে মানুষকে ঠকাবে।এই নির্বাচনটা ভয়ঙ্কর, এত কালো নির্বাচন আগে কখনো হয়নি, শিলচরের সভা থেকে বিজেপিকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের এই নির্বাচনী জনসভা থেকে সিএএ ,এনআরসি নিয়েও সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, এখানকার লক্ষ লক্ষ মানুষকে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়েছে বিজেপি। মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। আবার যদি বিজেপির নেতৃত্বে দিল্লিতে সরকার গড়ে ওঠে দেশের গণতন্ত্র ধ্বংস হবে।
এবারের লোকসভা নির্বাচনে অসমের চারটি কেন্দ্র থেকে তৃণমূল প্রতিদ্বন্দ্বিতা করছে। আগামী বিধানসভা নির্বাচনে সব আসনে লড়াই করবে, ঘোষণা করেন মমতা।
এদিকে, অসমে সমাবেশে যাওয়ার পথে মমতাকে দেখে স্লোগান দেয় বিজেপি কর্মীরা। পাল্টা মমতা বললেন আমাকে দেখে ওরা ভুত দেখে। পশ্চিমবঙ্গের বাইরে এই প্রথম এবারের লোকসভা ভোটে নির্বাচনী জনসভা করলেন মমতা। অসমের মাটিতেও তৃণমূলের এই জনজোয়ার দেখে যে বিজেপি ভয় পেয়েছে তার প্রতিফলন এই শ্লোগান বলে মনে করছে তৃণমূল। এদিনে নির্বাচনী জনসভায় তৃণমূল সুপ্রিমো বলেন, অসমের মানুষ ভরসা করুন, একবার দেখুন কত কিছু দিই । অসমের মেয়েরা লক্ষ্মীর ভান্ডার পায় না, বাংলার মেয়েরা পায়। অসমে অত্যাচারিত হলে বাংলা সবসময় পাশে থাকে।