স্বাস্থ্য

রুক্ষ্ম-শুষ্ক চুলের যত্নে নেবেন কিভাবে? জেনে নিন ডিমের কিছু ঘরোয়া প্যাক

How to take care of rough-dry hair?

The Truth of Bengal : চুল শুষ্ক, রুক্ষ্ম হয়ে যাচ্ছে আপনার। কিভাবে চুলের পরিচর্যা করবেন ভেবে পাচ্ছেন না। চুলের যত্ন নিতে ডিমের গুরুত্ব অপরিসীম। কেননা ডিমের মধ্যে থাকা প্রোটিন চুলের স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে ডিমের সাদা অংশ বা ডিমের কুসুম। রুক্ষ্ম চুল সিল্কি করতে, ঘন করতে দুটোই দারুণ উপকারী।  তাই শীত, গ্রীষ্ম, বর্ষা—তে চুল সুন্দর করে তোলার জন্য ভরসা রাখতে পারেন ডিমের ওপর। ডিমের স্বাস্থ্যগুণ সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। তবে জানেন কি ত্বক ও চুলের যথাযথ যত্ন নিতেও ডিম অত্যন্ত কার্যকরী একটি উপাদান! এ বার ত্বক ও চুলের যত্নে ডিমের চমকপ্রদ ব্যবহার সম্পর্কে জেনে নেওয়া যাক…

চুলের যত্ন নিতে ডিমের ব্যবহার

১. যদি আপনার চুল খুব রুক্ষ্ম হয় তাহলে নেবেন ২টো ডিম ও ২ চামচ মেয়োনিজ। এরপর একটি পাত্রে ২ টি ডিম ভেঙে ভালোকরে ফেটিয়ে নেবেন তারপর তার সঙ্গে যোগ করবেন ২ চামচ মেয়োনিজ । সেটি সমস্ত চুলে ভালো করে মেখে নেবেন। তারপর অন্তত ২০ মিনিট মাথায় কিছু ঢাকা দিয়ে বসে থাকবেন। এরপর শ্যাম্পু করে ভাল করে চুল ধুয়ে ফেলবেন। সপ্তাহে অন্তত ২-৩ বার এই পদ্ধতিতে যত্ন নিতে পারলে  আপনার চুলের রুক্ষ্ম ভাব অনেকটাই কেটে যাবে।

২. আপনার চুল খুব পাতলা বা ফিনফিনে। চুলের ঘনত্ব বাড়াতে চান? তবে একটা ডিমের সাদা অংশের সঙ্গে এক চা চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন। ঘন করে ফেটিয়ে নিন। সেটি স্ক্যাল্প ও চুলে ভাল করে লাগিয়ে নিন। ১৫ থেকে ২০ মিনিট পর প্রথমে ঠান্ডা জলে ধুয়ে তারপর শ্যাম্পু করে নিন। সপ্তাহে অন্তত ২ বার করলে আপনার চুলের ঘনত্ব আগের তুলনায় বাড়বে।

 

৩.  আপনার চুল কি অতিরিক্ত তৈলাক্ত আর ভারি? দ্রুত চুল আঁঠালো, চটচটে হয়ে যায়? এই ধরনের সমস্যায় ২টো ডিম ফাটিয়ে তার কুসুম বাদ দিয়ে শুধু সাদা অংশ ভাল করে ফেটিয়ে তার সঙ্গে ১ চামচ লেবুর রস মিশিয়ে নিন। এ বার এই মিশ্রণ সমস্ত চুলে মাখিয়ে শাওয়ার ক্যাপ পরে অন্তত মিনিট কুড়ি ঢেকে রাখুন। তার পর ভাল করে ধুয়ে ফেলুন। এতে চুলের অতিরিক্ত তৈলাক্ত ভাব কেটে গিয়ে চুল হয়ে উঠবে উজ্জ্বল, ফুরফুরে।

৪. চুল সিল্কি করতে ডিমের সঙ্গে দই ব্যবহার করতে পারেন। দই কমবেশি সকলেরই বাড়িতে থাকে । তাই চুলের জেল্লা ফেরাতে এক কাপ দইয়ের সঙ্গে একটা ডিমের কুসুম মিশিয়ে ভাল করে ফেটিয়ে নিন।  এই প্যাক চুলে লাগিয়ে ২০ মিনিট রাখুন। ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। চুল থেকে আঁশটে গন্ধ বেরোলে হালকা শ্যাম্পু করে নিন। এভাবে সপ্তাহে ২-৩ বার ব্যবহার করলে আপনি চুলের জেল্লা বাড়াতে পারবেন।

৫. শীত কালে মাথার ত্বক বা স্ক্যাল্প শুষ্ক হয়ে পড়ে। এ ক্ষেত্রে ২টো ডিম ফেটিয়ে তার সঙ্গে ২ চামচ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল মিশিয়ে চুলের গোড়ায় লাগান। অন্তত ৩০ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত ২ বার এই পদ্ধতি কাজে লাগাতে পারলে এই মাথার ত্বকের যে শুষ্ক ভাব তা দ্রুত কমে যাবে।

আপনার চুলের সৌন্দর্য্য ফেরাতে কম খরচে ডিমের এই ঘরোয়া প্যাক ব্যবহার করে দ্রুত আপনার চুলের সমস্যা মিটিয়ে চুল মজবুত, ঘন, উজ্জ্বল ও ফুরফুরে করে তুলুন।

Related Articles