গরম খাবার খেতে পছন্দ করেন, আদেও কি শরীরের জন্য ভাল ! জানুন বিস্তারিত………
If you like to eat hot food, is it good for the body? Find out more...

The Truth of Bengal: অনেকেই আছেন যারা সবসময় গরম খাবার খেতে পছন্দ করেন। যতই ঠাণ্ডা বা গরম থাকুক না কেউ কেউ তো আবার ফুটন্ত ভাতও খেয়ে থাকে। গরম চা, গরম তরিতরকারি এমনকি গরম দুধও খেতে ভালোবাসেন অনেকেই। কিন্তু আপনি কি জানেন এত বেশি গরম খাবার খেলে দেহে কি ক্ষতি হতে পারে আপনার। বা কোন কোন খাবার গরম খাওয়া উচিত নয় আপনার। জেনে নিন এই প্রতিবেদনে।
শাক
পুঁইশাক, পালংশাক, লালশাক যে কোনও ধরনের শাকই বারবার গরম করা উচিত নয়। শাকপাতায় থাকে নাইট্রেট জাতীয় উপাদান। যে কোনও ধরনের শাক বারবার গরম করলে এই নাইট্রেট থেকে উৎপন্ন হয় নাইট্রোস্যামাইন নামক একটি পদার্থ যা শরীরের পক্ষে ক্ষতিকারক।
ডিম
ডিমের কোনও পদই গরম করে খাওয়া উচিত নয়, কারণ ডিমের তৈরি বা ডিমের কোনও পদ যদি বারবার আপনি গরম করে খান তাহলে ডিমের সব পুষ্টি চলে যায়। ডিমের মধ্যে নানা ক্ষতিকারক পদার্থ জন্মায়। যে কারণে ডিমের মধ্যে উৎপন্ন হয় ব্যাক্টেরিয়া। যা আপনার দেহে গেলে আপনার দেহে ক্ষতি হতে পারে।
ভাত
ভেত বাঙ্গালীরা অনেকেই আছেন যারা দিনের ও রাতের ভাত একেবারে করে নেয়। কিন্তু এতে কি হয় তা শুনলে আঁতকে উঠবেন। একবার ভাত হয়ে যাওয়ার পর তা ঘরের তাপমাত্রায় রেখে দেওয়া হয়। এবং তাতেই ভাত ঠাণ্ডা হয়। আবার খাওয়ার আগে ভাত গরম করে নেওয়া হয়। ভাত এইভাবে ঠাণ্ডা হওয়ার পর ভাতের মধ্যে জন্মায় প্রচুর ব্যক্টেরিয়া। আর সেই ভাত আবার গরম করার জন্য এই ব্যক্টেরিয়া গুলি আপনার দেহে গিয়ে তা ক্ষতিকারক প্রভাব বিস্তার করে।