
The Truth of Bengal: সম্প্রতি এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে নজর কাড়লেন শিল্পা শেট্টি। এদিন কালো আউটফিটে হাজির হন শিল্পা । গোটা অনুষ্ঠানে চর্চায় নায়িকার নতুন আউটফিট। শিল্পার নতুন আউটফিট দেখে ট্রোল করল নেটিজেনের একাংশ। কেউ কেউ আবার প্রশংসাও করেছেন। বলিউডের অন্যতম ফিট অভিনেত্রী শিল্পা শেট্টি। তাঁর লুক, স্টাইল আর ফ্যাশনের কারণে বার বার চর্চায় থাকেন অভিনেত্রী।
বারবার বিভিন্ন অনুষ্ঠানে গ্ল্যামারাস লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী। তবে পোশাকের সঙ্গে সবথেকে বেশি নজর কেড়েছে তাঁর কোমরে পরা ট্র্যান্সপ্যারেন্ট কোমরবন্ধনী। কালো আউটফিটে শিল্পাকে দেখে চোখ সরছে না ভক্তদের। তবে পোশাকের সঙ্গে ওই উদ্ভট কোমরবন্ধনী দেখে মনে হচ্ছে যেন কোমরের হাড়ের আদলে তৈরি করা হয়েছে, এমন মন্তব্য নেটিজেনদের একাংশ।
View this post on Instagram
অনেকে শিল্পার এই পোশাক নিয়ে মশকরা করেছেন।শিল্পার ছবিতে এক নেটিজেনের মন্তব্য, ‘যেন কোমরের হাড় বেরিয়ে এসেছে’। কেউ লিখেছেন, ‘অদ্ভুত পোশাক’। এক নেটিজেন লিখেছেন, ‘প্লাস্টিককে পুনঃরায় ব্যবহার করা, ত্যাগ করার জন্য সেরা প্রোমোশন’। অনেকেই আবার শিল্পার পোশাকের প্রশংসাও করেছেন। সব মিলিয়ে এই মুহূর্তে চর্চায় শিল্পার ফ্যাশন স্টাইল।