রাজ্যের খবর

লোকসভা নির্বাচনের আগে কেশপুর বিধানসভায় টহল কেন্দ্রীয় বাহিনীর

Central forces patrolling Keshpur Assembly ahead of Lok Sabha elections

The Truth Of Bengal, West Medinipur:– লোকসভার নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ না হলেও, ইতিমধ্যেই জেলায় জেলায় পৌঁছে গেছে কেন্দ্রীয় বাহিনীর জাওয়ানরা! পশ্চিম মেদিনীপুর জেলায় অনেক আগেই পৌঁছেছে বাহিনী।

পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর বিধানসভা স্পর্শকাতর হওয়ায়, প্রায় প্রতিদিন বেশ কিছু জায়গায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এসে রুটমার্চ করছেন। সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের লক্ষ্যে কেশপুরে কেন্দ্রীয় বাহিনীর টহল! ভোটারদের মধ্যে আস্থা ফেরাতেই কেন্দ্রীয় বাহিনীর এই টহল বলে পুলিশ সূত্রে খবর।

বৃহস্পতিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের মাজুরহাটি গ্রাম সহ একাধিক এলাকায় কেন্দ্রীয় বাহিনীকে টহল দিতে দেখা যায়।

FREE ACCESS

Related Articles