কলকাতা

বাংলা সহ আঞ্চলিক ভাষায় সার্কুলার জারির সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

Supreme Court's decision to issue circulars in regional languages including Bengali

The Truth of Bengal: ইতিহাস গড়ল সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন। এবার ইংরেজি, উর্দু ও হিন্দি ছাড়াও বাংলা-সহ বিভিন্ন আঞ্চলিক ভাষাতেও বিজ্ঞপ্তি ও সার্কুলার জারি করার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন। সংগঠনের সম্পাদক রোহিত পাণ্ডে জানান, সুপ্রিম কোর্টের ইতিহাসে এই প্রথম বার বাংলা, হিন্দি, উর্দু, কন্নড়, মরাঠি আর অহমিয়া ভাষায় সার্কুলার জারি করা হবে। ক্রমশ মিনি ভারত হয়ে উঠছে সুপ্রিম কোর্ট। ভবিষ্যতে আরও আঞ্চলিক ভাষায় সার্কুলার জারি করা হবে। এর আগে আঞ্চলিক ভাষায় রায়দানও করেছে শীর্ষ আদালত।

Related Articles