জিএসটির কোপে কলকাতা পুরসভা,পুরবাজেটে ঘাটতি থাকলেও উন্নয়নে কোনও ঘাটতি থাকবে না
Kolkata Municipal Corporation in GST

The Truth of Bengal: কেন্দ্র পুরসভার উপর জিএসটি না চাপালে ঘাটতি বাজেট হত না। পুরপ্রশাসনের জিএসটি দিতে চলে যায় ২৫০কোটি টাকা। কর নিয়ে কেন্দ্রীয় কোপের কথা শোনা যায় মেয়র ফিরহাদের হাকিমের গলায়। একইসঙ্গে মহানাগরিক আশ্বস্ত করেন,পুরবাজেটে ঘাটতি থাকলেও পরিষেবায় কোনও ঘাটতি থাকবে না।
কেন্দ্রের বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এক দেশ এক কর ব্যবস্থা চালু করেছে।যার নামকরণ করা হয়েছে জিএসটি বা গুডস অ্যান্ড সার্ভিস ট্রাক্স।সেই পণ্য –পরিষেবা কর চালুর ফলে রাজ্য সরকার করের থেকে প্রাপ্য পাচ্ছে না। আর্থিক বঞ্চনার মুখে বাংলার সরকার।রাজ্য সরকারের মতোই কলকাতা পুরসভাও সেই জিএসটির জন্য মাসুল দিচ্ছে।চলতি বছরের পুরবাজেট পেশ করে এই অভিযোগ করেন মেয়র ফিরহাদ হাকিম। ফিরহাদের স্পষ্ট বার্তা
- কেন্দ্র পুরসভার উপর জিএসটি চাপিয়ে দিচ্ছে
- জিএসটি না চাপালে বাজেট ঘাটতি হত না
- জিএসটি দিতেই চলে যাচ্ছে ২৫০কোটি টাকা
- বিজেপি সরকারের বিরুদ্ধে মুখর মেয়র ফিরহাদ হাকিম
- বাজেট ঘাটতি থাকলেও পরিষেবায় ঘাটতি হবে না
- শহরবাসীকে আশ্বস্ত করলেন মেয়র ফিরহাদ হাকিম
পণ্য-পরিষেবা করের কোপের জন্য কিভাবে পুরসভা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাও তুলে ধরেন মেয়র। কেন্দ্রীয় করের জন্য পুরসভা সমস্যায় প়ড়ছে।আর্থিক জট কাটিয়ে উন্নয়নের গতি আনছে।শহরের একাংশের জলের সমস্যা সুরাহায় নেওয়া হচ্ছে ৭০০কোটি টাকার প্রকল্প।গড়িয়া থেকে যাদবপুর অঞ্চলের জলসমস্যার জন্য এই পদক্ষেপ বলে মহানাগরিক জানিয়েছেন। মেয়রের দাবি এখনও পর্যন্ত ৭২ টি বুস্টার পাম্পিং স্টেশন হয়েছে। কিছু এলাকায় আমরা এখন টিউব ওয়েলে জল দেওয়া হচ্ছে। কারণ এখন অনেক অ্যাডেড এলাকায় পৌঁছনো যাচ্ছে না। গার্ডেন রিচ, ধাপা বেশ কয়েকটি জায়গায় জলের উদপদন বৃদ্ধি করার চেষ্টা করছি।তার জন্য বরাদ্দ বৃদ্ধি করে ৭০০ কোটি টাকা খরচ করা হচ্ছে।