পূর্ব বর্ধমানে আত্মঘাতী এক যুবক, ঘটনায় শোকের ছায়া এলাকায়
A young man committed suicide in East Burdwan, the area is in mourning

The Truth Of Bengal: নিজের দোকান ঘরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী এক যুবক। ঘটনাটি ঘটেছে সোমবার পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরে ইচু বাজার এলাকায়। ঘটনায় শোকের ছায়া এলাকায়।
সূত্রের খবর, পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের ইচু গ্রামে শেখ রিয়াজউদ্দিন নামে এক যুবক তার ইচু বাজারে কাপড়ের দোকানে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়। এরপর তাকে ঝুলতে দেখে পার্শ্ববর্তী অন্যান্য ব্যবসায়ীরা দৌড়ে আসে। তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আস। সেখানে স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক দেখে তাকে মৃত বলে ঘোষণা করেন।
এরপর, মন্তেশ্বর থানার পুলিশ খবর পেয়ে মৃত দেহ থানায় নিয়ে আসে। সোমবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য কালনা মহকুমা হাসপাতলের মর্গে পাঠায় পুলিশ। তবে ঠিক কি কারনে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলো তা বুঝে উঠতে পারছে না পরিবারের সদস্যরা। এই খবর ছড়িয়ে পড়তেই গ্রামসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
FREE ACCESS