প্রযুক্তি
Trending

বাইক প্রেমীদের জন্য নতুন আপগ্রেড নিয়ে হাজির বাজাজ পালসারের নয়া মডেল

New Bajaj Pulsar model comes with new upgrade for bike lovers

The Truth Of Bengal, Mou Basu : দেশের বাইক প্রেমীদের কথা ভেবে পালসার সিরিজের দুটি মডেল নিউ জেনরেশন পালসার N150 এবং পালসার N160 –এর ক্ষেত্রে একাধিক নতুন আপগ্রেড নিয়ে হাজির হল বাইক প্রস্তুতকারক সংস্থা বাজাজ। বাইকগুলিতে সেমি ডিজিটাল সেটআপ প্রতিস্থাপন করে একটি সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট প্যানেল রাখা হয়েছে।

বাইকাররা এই নয়া মডেলের বাইকে ব্লুটুথ কনেকটিভিটির সুবিধা পাবেন।বাইকাররা একটি ডেডিকেটেড অ্যাপ্লিকেশনের মাধ্যমে বাইকের সঙ্গে তাঁদের স্মার্টফোন কানেক্ট করার সুযোগ করে দেবে। এই নয়া পরিষেবার সৌজন্যে গ্রাহকেরা কোন বাধা ছাড়াই সরাসরি বাইকের ডিসল্পেতেই কল এবং মেসেজ সংক্রান্ত নোটিফিকেশনগুলি রিসিভ করতে পারবেন। এছাড়াও বাঁ হাতের সুইচগিয়ারে অবস্থিত একটি বিশেষ সুইচ ব্যবহার করে কল গ্রহণ বা কেটে দেওয়ার সুবিধাও পাবেন। কনসোলটির মাধ্যমে ফোনের ব্যাটারি এবং সিগন্যালের অবস্থান সম্পর্কে রিয়েল টাইম তথ্য পাওয়া যাবে। এছাড়াও এই ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোলটির মাধ্যমে একাধিক গুরুত্বপূর্ণ ডেটা যেমন তাৎক্ষনিক এবং গড় জ্বালানির খরচ, স্পিডোমিটার, ওডোমিটার, টেকোমিটার এবং গিয়ার পজিশন ইন্ডিকেটরের মতো তথ্যের পাশাপাশি কতদূর পর্যন্ত গেলে ট্যাঙ্কের তেল শেষ হয়ে যাবে সেই সংক্রান্ত তথ্যও দেখা যাবে কনসোলে।

পালসার N150 –এর বর্তমান দাম রয়েছে 1.18 লক্ষ টাকা থেকে 1.24 লক্ষ টাকা (এক্স শোরুম)। অন্যদিকে পালসার N160-এর বাইকটির বর্তমানে দেশের বাজারে দাম রয়েছে 1.33 লক্ষ টাকা (এক্স শোরুম) ।

 

FREE ACCESS

Related Articles