রাজ্যের খবর
Trending

বক্সা ব্যাঘ্র প্রকল্পে জঙ্গলে প্লাস্টিক মুক্ত করার অভিযান বনদপ্তরের,

The forest department's campaign to free plastic in the forest in the Buxa tiger project,

The Truth Of Bengal: বক্সা ব্যাঘ্র্ প্রকল্প এলাকায়  জঙ্গলকে প্লাস্টিকমুক্ত করার কাজ চলছে।চলছে সাফাইয়ের কাজ।পরিবেশগতভাবে সংবেদনশীল এলাকাকে নির্মল রাখার প্রয়াস বেশ নজরকাড়া। বন্যদের বনে সুন্দর রাখার এই সুসংহত প্রয়াস সবমহলে প্রশংসা আদায় করে নিচ্ছে।কর্তৃপক্ষের আবেদন সবুজের আঙিনায় কোনরকম প্লাস্টিক বোতল, বা চিপসের প্যাকেট যেন না ফেলা হয়।

সুন্দরবনের   মতোই বক্সা ব্যাঘ্র প্রকল্প এলাকাতেও  প্লাস্টিকের ক্যারিব্যাগ, বোতল, প্লেট, চামচ ব্যবহার করা যাবে না। প্রশাসন এই নির্দেশ জারি করলেও কে শোনে কার কথা।কিছু পর্যটক নিজেদের সুবিধার্থে সেই প্লাস্টিকের বোতল বা সামগ্রী নিয়েই জঙ্গলে ঘুরে বেড়ান।যততত্র ফেলে আসেন প্রাণীদের জন্য ক্ষতিকারক জিনিস।এবার সেই বক্সা ব্যাঘ্য প্রকল্প এলাকায় প্লাস্টিক সহ বর্জ্য পদার্থ সাফাইয়ের জোরদার অভিযান শুরু হল। সবুজের উঠোন প্লাস্টিকমুক্ত রাখার সংঘবদ্ধ প্রয়াস বেশ নজর কাড়ল। প্রসঙ্গত, উত্তরবঙ্গের    বক্সা ব্যাঘ্র প্রকল্পের বাইরে আরও পাঁচ কিলোমিটার ব্যাসার্ধ এলাকাকে পরিবেশগত ভাবে সংবেদনশীল অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে। ওই এলাকায় পরিবেশের ক্ষতি করে এমন কোনও কাজের উপরে নিষেধাজ্ঞা করা হয়েছে।   পরিবেশগতভাবে সংবেদনশীল এলাকায় চলে  নিয়মিত মনিটরিং।তার মাঝে সাফাই অভিযান সুন্দর পরিবেশ রক্ষার অঙ্গীকারকে যেন আলাদা মাত্রা দিল।

বন্যা প্রাণীদের সুরক্ষিত রাখতে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে প্লাস্টিক দূষণ মুক্ত সাফাই অভিযান বনদপ্তরের।সারা বছরই সবুজ প্রকৃতির আনন্দ উপভোগ করতে এবং বন্যপ্রাণীদের চাক্ষুষ করতে    হাজার হাজার পর্যটক এখানে আসেন।  পর্যটকরা দিনভর বনাঞ্চল এলাকায় প্রকৃতির আনন্দ নিয়ে ফেরার পথে জঙ্গলেই ফেলে যায়   প্লাস্টিকের তৈরি নানা জিনিস।     সেই সমস্ত খাবারের প্যাকেট খেয়ে অনেক সময় অসুস্থ হয়ে মৃত্যু হয় বেশ কিছু বন্যপ্রাণীর। বনাঞ্চলে ঘুরতে আসা পর্যটকদের নানা ভাবে সচেতন করেন বনদপ্তরের কর্মীরা।তবুও কিছু কথা না শোনায় বাঁধে বিপত্তি। প্রাণবন্ত প্রাণীদের জীবন থেকে বিপদজনক জঞ্জালের যন্ত্রণা  দূর করতে প্রশাসন ও বনদফতর কোনওরকম খামতি রাখতে চায় না বলে জানিয়েছে।

বনাঞ্চলের জায়গায় জায়গায় রাখা রয়েছে বর্জ্য পদার্থ জমা করবার ডাস্টবিন। কিন্তু বেশ কিছু পর্যটক হাজারো সচেতনতার পরেও জঙ্গলের ধারে যত্রতত্র ফেলে যায় নানান প্লাস্টিকের সামগ্রী। আর তাতেই বন্যপ্রাণীদের ক্ষতির সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। সেই কারণে বনাঞ্চলের হাতি কিংবা বাইসন সমস্ত স্তরের বন্যপ্রাণীদের সুরক্ষার তাগিদে এদিন সাফাই অভিযানের উদ্যোগ  বলে বনদফতরের কর্তারা। পরিবেশপ্রেমী মানুষ বাস্তুতন্ত্রের ভারসাম্য রাখার স্বার্থে প্লাস্টিক বর্জনের ডাকও দিচ্ছেন। প্রকাশ মণ্ডলের রিপোর্ট।

Related Articles