আন্তর্জাতিক

৫০ টির বেশি ঘাঁটিতে হামলা ইজরায়েল বাহিনীর, মৃত্যু শতাধিক হেজবুল্লাহ যোদ্ধার

Israeli forces attack more than 50 bases, killing hundreds of Hezbollah fighters

The Truth Of Bengal: হামাস ইজরায়েলের যুদ্ধের পর থেকে সিরিয়ার হেজবুল্লাহ যোদ্ধাদের প্রায় ৫০ টির মত ঘাঁটিতে এতদিন পর্যন্ত হামলা চালিয়েছে ইজরায়েল। এই কথা স্বীকার করেছে ইজরায়েল বাহিনী। ইজরায়েলের দাবি হেজবুল্লাহ যেখানেই থাকবে সেখানেই থাকবে ইজরায়েল।

গত চার মাসে হেজবুল্লাহ যোদ্ধাদের প্রায় ৫০ টির বেশি ঘাঁটিতে হামলা চালিয়েছে ইজরায়েল। হামাস ও ইজরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই সিরিয়ায় হামলা চালাতে শুরু করেছে ইজরায়েল। ইজরায়েল সেনাবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারির মন্তব্যে এমনই তথ্য উঠে আসে। হাগারির দাবি তারা কেবল হেজবুল্লাহর ৫০ টির বেশি ঘাঁটিতে নয় , প্রায় ৩৪ হাজারের মত ঘাঁটিতে হামলা চালিয়েছে। এই হামলার জেরে শতাধিক হেজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছে। হাগারি জানিয়েছেন ‘ইরানের মদতে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ যেখানে যেখানে হামলা চালাবে সেখানে সেখানেই হাজির থাকবে ইজরায়েল। দরকার পড়লে হেজবুল্লাহর বিরুদ্ধে গিয়ে মধ্যপ্রাচ্যের সমস্ত প্রদেশে আধিপত্য স্থাপন করবে ইজরায়েল’।

সিরিয়ায় প্রায় দিনই হামলা চালিয়ে থাকে ইজরায়েল। সেক্ষেত্রে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ সিরিয়ায় ইরানের সরকারি বাহিনীর হয়ে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে থাকে। প্রসঙ্গতও গত বছর ৭ ই অক্টোবর হামাস ইজরায়েলের উপর প্রথম হামলা চালায়। তারপর থেকেই গাজা ভূখণ্ডে নির্বিচারে হত্যা চালিয়ে যাচ্ছে ইজরায়েল। ইজরায়েলের নৃশংস হামলা বন্ধের দাবিতে হেজবুল্লাহ আক্রমণ চালায় ইজরায়েলের উপর। সীমান্তবর্তী এলাকায় বহুদিন ধরেই ইজরায়েল ও হেজবুল্লাহর মধ্যে পাল্টা সংঘাত লেগেই রয়েছে।

Free Access

Related Articles