রাজ্যের খবর

মালদায় আবারও শ্যুট আউটের ঘটনা, গুলিবিদ্ধ মদের দোকানের দুই কর্মী

Malda shootout incident

The Truth of Bengal: মালদার গাজলে শ্যুট আউট। মদের দোকানের দুই কর্মচারীকে লক্ষ্য করে গুলি। গুলিবিদ্ধ এক কর্মচারী। আহত আরো এক। পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে গাজলের আলাল এ মদের দোকান থেকে লক্ষাধিক টাকা নিয়ে ফিরছিলেন দুই কর্মচারী।

সেই সময় ৮১ নম্বর জাতীয় সড়কের উপর তাদের পথ আটকে মারধর করা হয় বলে অভিযোগ। টাকার ব্যাগ দিতে অস্বীকার করায় গুলি চালায় দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ যুবকের নাম চিন্ময় বারুই। আহত হয়েছেন প্রসেনজিৎ মোদি নামে আরো এক যুবক। আহতরা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

তিনটি মোটর বাইক করে ছয় জন দুষ্কৃতি ৮১ নম্বর জাতীয় সড়কে স্কুটিতে করে আসা ২ যুবকের পথ আটকায়। এরপর মারধর করা হয় টাকার ব্যাগ দিতে অস্বীকার করায় চালানো হয় গুলি। যদিও ছিন্তাই করতে সক্ষম হয়নি দুষ্কৃতীরা। ঘটনার তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ।

Related Articles