রাজ্যের খবর

চার চাকা ও লরির সংঘর্ষে আহত এক শিশু ও তার মা বাবা

Road Accident

The Truth of Bengal: সাত সকালেই চার চাকা ও লরির সংঘর্ষ। সংঘর্ষে আহত এক শিশু ও তার মা বাবা। শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটে আরামবাগের হরিণখোলা এলাকায়। আহতদের নাম সৌমিতা কর মাইতি,গৌতম মাইতি।শিশুর নাম তিয়াংশ মাইতি। জানা যায় তাদের বাড়ি কলকাতার ঠাকুরপুকুর এলাকায়।

এদিন তারা চার চাকা গাড়িতে করে কলকাতা থেকে বেড়াতে বাঁকুড়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। হরিণখোলা এলাকায় তাঁদের গাড়ির সাথে পিছন দিক থেকে আসা একটি লরি তাঁদের গাড়িতে ধাক্কা মারে । তাতেই আহত হয় চার চাকা গাড়িতে থাকা শিশু ও তার মা বাবা।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাঁদের তিন জনকে উদ্ধার করে আরামবাগ মেডিক্যাল কলেজে চিকিৎসার জন্য নিয়ে যায় পুরশুড়া থানার পুলিশ। দুর্ঘটনার কবলে পড়া চার চাকা গাড়িকে উদ্ধার করলেও সেই লরির খোঁজে রাস্তায় লাগানো সিসিটিভি ক্যামেরা ফুটেজ চেক করে ইতি মধ্যেই তদন্ত শুরু করেছে আরামবাগ থানার পুলিশ।

Related Articles