খেলা
Trending

ইংল্যান্ড টেস্টের প্রথম দুটো ম্যাচ থেকে নিজের নাম প্রত্যাহার করলেন বিরাট কোহলি!

Virat Kohli withdrew his name from the first two England Test matches!

Bangla Jago Desk : ইংল্যান্ডের বিপক্ষে নামার আগে ভারতীয় শিবিরে ফের সমস্যা। তবে এক্ষেত্রে চোট আঘাত নয়। এক্ষেত্রে বরাবরের মতো একই সমস্যা। বিরাট কোহলিকে পাওয়া যাচ্ছে না প্রথম দুটো টেস্টে। কারণ কী তা স্পষ্ট নয়। রিরাট নিজে এ ব্যাপারে মুখ খোলেননি। তবে বিসিসিআই এর তরফ থেকে এক্স এ বিষয়ে পোস্ট করে জানানো হয়েছে। কি কারন তা বিসিসিআই বলেনি। বোর্ড বলেছে পার্সোনাল রিজন। এর আগেও একাধিক খেলার শুরুতে বিরাট কে পাওয়া যায়নি।

এক্ষেত্রেও একই বিষয় ঘটল। বিরাট এর পরিবর্তে হিসেবে কে খেলবে তাও জানানো হয়নি। এদিকে দোরগোড়ায় রয়েছে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ। আগামী ২৫ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে এই সিরিজ। বিরাট দুটো সিরিজ খেলবে না অর্থাৎ ২৫ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি আর  ২ থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। হিসেব অনুযায়ী তৃতীয় টেস্টে অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা ম্যাচে তিনি দলের সঙ্গে যোগ দেবেন বলেই খবর।

বিরাটের পরিবর্তে হিসেবে কাকে নেওয়া হবে খুব শীঘ্রই বোর্ডের তরফ থেকে তার নাম সামনে আনা হবে। তবে বিরাটের মতো একজন প্লেয়ার থাকতে পারবেন না এটা বেশ বড়সড়ো আঘাত দলের জন্য। উল্লেখ্য দক্ষিণ আফ্রিকা সিরিজের সময় বিরাট কোহলি ছুটি নিয়ে দেশে ফেরেন। আফগানিস্তান সিরিজের প্রথম ম্যাচেও বিরাট খেলেননি‌ । আর এবার ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুটো টেস্ট খেলবেননা তিনি । জানা গেছে , বিরাট খেলতে না পারার কথা  রোহিত শর্মা, টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদেরকে জানিয়েছেন ।

 

FREE ACCESS

Related Articles