অন্তঃসত্ত্বা গৃহবধূর পেটে লাথি মারার ঘটনায় গ্রেফতার তিন অভিযুক্ত
Kicking a pregnant housewife in the stomach

The Truth of Bengal: ৬ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে পেটে লাথি মারার ঘটনায় পুলিশের জালে গ্রেফতার তিন অভিযুক্ত। জানা যায়, বৃহস্পতিবার শান্তিপুর এক নম্বর ওয়ার্ডের আদর্শ পল্লী এলাকায় বাড়ির জল যাওয়াকে কেন্দ্র করে এক প্রতিবেশী পরিবার মনিকা বিশ্বাস নামে অন্তঃসত্ত্বা এক গৃহবধুর পেটে লাথি মারে। ওই গৃহবধূ ছয় মাসের অন্তঃসত্ত্বা।
ঘটনার পরে গৃহবধূ গুরুতর অসুস্থ হওয়ায় তাকে প্রথমে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা নদিয়ার রানাঘাটের সরকারি হাসপাতালে স্থানান্তর করে। এই ঘটনায় ওই গৃহবধূর স্বামী গোপাল বিশ্বাস শান্তিপুর থানায় গতকাল একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগের ভিত্তিতে গতকাল রাতেই অভিযুক্ত পরিবারের তিন সদস্যকে গ্রেফতার করে শান্তিপুর থানার পুলিশ।
জানা যায়, অভিযুক্তদের নাম উত্তম অধিকারী, স্ত্রী মুনমুন অধিকারী ও আরো এক সদস্যর নাম কৌশিক অধিকারী। শুক্রবার ধৃত তিনজনকেই রানাঘাট বিচার বিভাগীয় আদালতে পাঠায় পুলিশ অন্যদিকে এই ঘটনায় এখনো তদন্ত চালিয়ে যাচ্ছে শান্তিপুর থানার পুলিশ।