স্বাস্থ্য

সিঙ্গল গ্যাজেটেই হবে ঘরে বসে ৪ রকম স্বাস্থ্য পরীক্ষা

There will be 4 types of health tests at home in a single gadget

The Truth Of Bengal, Mou Basu : করোনা পরিস্থিতি ও তার পরবর্তী এখনকার সময় দেশবিদেশে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে টেলি-মেডিসিন পরিষেবা। কিন্তু টেলি মেডিসিন পরিষেবা বিতরণে সবচেয়ে অসুবিধার জায়গা হল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানোর বিষয়টি। কারণ, সবার সব সময় স্বাস্থ্য পরীক্ষা করানোর সুযোগ থাকে না। অর্থও এক্ষেত্রে বিশাল সমস্যা হয়ে দাঁড়ায় অনেকের কাছে। কারণ, ল্যাবরেটরি থেকে সামান্য স্বাস্থ্য পরীক্ষা করাতেও যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয় তা গরিব মানুষের পক্ষে বহন করা খুবই কঠিন হয়ে দাঁড়ায়। এহেন পরিস্থিতিতে মুশকিল আসান হতে পারে BeamO নামক এক অভিনব বৈদ্যুতিক গ্যাজেট।

এই বৈদ্যুতিক সরঞ্জাম মারফত একইসঙ্গে ঘরে বসেই ৪ রকমের স্বাস্থ্য পরীক্ষা খুব সহজেই করা সম্ভব। ডাক্তাররা রোগীদের যা যা ভাইটাল প্যারামিটার বা শারীরিক পরীক্ষা করেন তাই তাই খুব সহজেই বাড়িতে বসেই করা সম্ভব BeamO নামক ছোট্ট যন্ত্রের মাধ্যমে। এই যন্ত্রে থাকবে একটি ইসিজি যন্ত্র, একটি অক্সিমিটার, একটি স্টেথোস্কোপ ও একটি থার্মোমিটার। অর্থাৎ ঘরে বসেই একজন ব্যক্তির হৃদযন্ত্র ও ফুসফুসের অবস্থা জানা সম্ভব BeamO নামক বৈদ্যুতিক গ্যাজেটের সাহায্যে।

এই বৈদ্যুতিক গ্যাজেটে photoplethysmography (PPG) ও ইলেকট্রোড থাকে বলে এর মাধ্যমে খুব সহজেই রক্তে অক্সিজেনের মাত্রা, হার্ট রেট মাপা যায়। পাশাপাশি, ইসিজিও করা সম্ভব। temporal artery এর non invasive scan করে নিখুঁত ভাবে শরীরের তাপমাত্রা মাপা যায় BeamO নামক বৈদ্যুতিক গ্যাজেটের মাধ্যমে। এই যন্ত্রের সঙ্গে থাকে ডিজিটাল স্টেথোস্কোপ ও withings app, যার মাধ্যমে শারীরিক চেকআপের পাশাপাশি চিকিৎসা সংক্রান্ত পরামর্শও মিলবে। পরিবারের বাকিদের মেডিক্যাল হিস্ট্রি বা রোগের ইতিহাসও আপলোড করা যাবে।

 

FREE ACCESS

Related Articles