রাজ্যের খবর

পান্ডুয়াতে বাইক দুর্ঘটনায় দুই ছাত্রের মৃত্যু

Two students die in bike accident in Pandua

The Truth of Bengal: পান্ডুয়ার তিন্না জিটি রোডে বৃহস্পতিবার বাইক দুর্ঘটনায় দুই ছাত্রের মৃত্যু হয়েছে। মৃত দুই ছাত্রের নাম তড়িৎ কান্তি মন্ডল, বয়স ১৭ বছর এবং সুরেশ রায় এরও বয়স ১৭ বছর। দুজনারি বাড়ি সিমলাগড় তালবোনা কলোনি এলাকায় বলে জানা যায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় বৃহস্পতিবার সন্ধ্যায় দুই বন্ধু মিলে একটি মোটর বাইকে করে তিন্না এলাকায় ঘুরতে এসেছিল।

এরপরই সন্ধ্যা হয়ে যাওয়ার কারনে, দুজন বাড়ি যাবার উদ্দেশ্যে, জিটি রোড দিয়ে সিমলাগড়ের দিকে যাওয়ার সময়, তিন্না ষষ্ঠীতলা এলাকায় তাদের বাইকের সাথে একটি গাড়ির ধাক্কা লাগে। বাইক থেকে রাস্তায় ছিটকে পরে দুজনে। তরিঘরি স্থানীয়দের সাহায্যে পান্ডুয়া থানার কর্তব্যরত অফিসার তাদের উদ্ধার করে স্থানীয় পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক দুজনকেই মৃত বলে ঘোষণা করে।

এমন ঘটনার ফলে সিমলাগর তালবোনা কলোনি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অন্যদিকে পান্ডুয়া থানার পুলিশ সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে। দুই তরুণ ছাত্রের এই মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকাবাসী শোকাহত। পান্ডুয়া থানা পুলিশ তদন্তের মাধ্যমে দুর্ঘটনার কারণ উদঘাটন ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে আশা করা হচ্ছে।

Related Articles