রাজ্যের খবর
Trending

পুলিশ কর্মীর বাড়ি লক্ষ্য করে গুলি, আগ্নেয়াস্ত্র সহ গ্ৰেপ্তার এয়ারফোর্স কর্মী…

Air Force personnel arrested with bullets, firearms targeted at police personnel's house

The Truth Of Bengal: ব্যারাকপুরে পুলিশ কর্মীর বাড়ি লক্ষ্য করে গুলি চালনার ঘটনা। আগ্নেয়াস্ত্র সহ গ্ৰেপ্তার এয়ারফোর্স কর্মী। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য এলাকায়।

ব্যারাকপুর ষষ্ঠিতলায় শ্যামকুঞ্জ নামে এক আবাসনের তৃতীয় তলায় পুলিশ কর্মীর বাড়ির জানালার কাচ লক্ষ্য করে গুলি। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। পুলিশ কর্মীর পরিবারের লোকজন যথেষ্টই আতঙ্কিত। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে টিটাগর থানার পুলিশ।

তদন্তে নেমে পুলিশ একজন এয়ার ফোর্স কর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে, পুলিশের জিজ্ঞাসাবাদে এয়ারফোর্স কর্মী স্বীকার করে যে সে বন্দুক প্র্যাকটিস করছিল। সেই সময়েই আচমকা গুলি বন্দুক থেকে বেরিয়ে ওই আবাসনের পুলিশকর্মীর রান্নাঘরের কাচে লাগে। তারপরেই আগ্নেয়াস্ত্রসহ এয়ার ফোর্স কর্মীকে আটক করে টিটাগর থানার পুলিশ।

Free Access

Related Articles