তাইওয়ান প্রণালীতে চিনা বেলুন, নির্বাচনের আগে সতর্ক তাইয়ান বাহিনী…
Chinese balloons over Taiwan Strait, Taiwan forces on alert ahead of election

The Truth Of Bengal: তাইওয়ান প্রণালীতে দুটি চীনা বেলুন।উত্তর তাইওয়ানের বন্দর শহর কিলুং থেকে ২০৪ কিলোমিটার উত্তর-পশ্চিমে বেলুন দুটি শনাক্ত করা হয়। তাইওয়ানের নির্বাচনের আগে চীনের এই কর্মকাণ্ডে সতর্ক তাইয়ান বাহিনী।
তাইওয়ান প্রণালির ওপর দিয়ে গত রবিবার দুটি বেলুন উড়ে গেছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, আবহাওয়াসংক্রান্ত বেলুন দুটি চীনের হতে পারে। এ নিয়ে চলতি মাসে তাইওয়ানের কাছাকাছি দুই দফায় বেলুন উড়ে যাওয়ার ঘটনা ঘটল।গুপ্তচরবৃত্তির জন্য চীনের বেলুন ব্যবহারের সম্ভাবনার বিষয়টি গত ফেব্রুয়ারিতে আলোচনায় এসেছিল। সে সময় যুক্তরাষ্ট্র জানিয়েছিল, তারা একটি চীনা নজরদারি বেলুন গুলি করে নামিয়েছে। তবে চীন বলেছিল, বেসামরিক কাজে ব্যবহৃত বেলুনটি দুর্ঘটনাবশত অন্যদিকে চলে গেছে।আগামী ১৩ জানুয়ারি তাইওয়ানে প্রেসিডেন্ট ও সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
এর আগে সামরিক ও রাজনৈতিক—উভয় ধরনের চীনা কর্মকাণ্ডের ব্যাপারে জন্য চরম সতর্ক রয়েছে তাইওয়ান। তাইপের সন্দেহ, চীন এ নির্বাচনে হস্তক্ষেপ করতে পারে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত রবিবার সকাল নয়টার দিকে এবং পরে বেলা পৌনে তিনটার দিকে দুটি বেলুন শনাক্ত করা হয়েছে। উত্তর তাইওয়ানের বন্দর শহর কিলুং থেকে ২০৪ কিলোমিটার উত্তর-পশ্চিমে বেলুন দুটি শনাক্ত করা হয়।প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সান লি-ফ্যাং বলেন, প্রাথমিকভাবে তাঁরা ধারণা করছেন, এগুলো আবহাওয়াসংক্রান্ত বেলুন ছিল। এর আগে ৭ ডিসেম্বর আরেকটি বেলু তাইওয়ান প্রণালির ওপর দিয়ে উড়ে যাওয়ার কথা জানিয়েছিল তাইওয়ান।
Free Access